iPhone 15 Offers: ই-কমার্স সংস্থা অ্যামাজনে আইফোন ১৫- র দামে রয়েছে ব্যাপক ছাড়। ভারতে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ছিল এটি। এখন সেই মডেল অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাচ্ছে অনেকটাই কম দামে। যেসব ক্রেতারা এয়ারটেলের পোস্টপেড নেটওয়ার্ক ব্যবহার করতে শুরু করবেন তাঁরা আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলে ৭০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৭১,৯৯৯ টাকা। এয়ারটেলের আরও একটি ৫০০ টাকার অফার যুক্ত হবে এই ফোনের ক্ষেত্রে। তার ফলে ৭১,৪৯৯ টাকায় কেনা যাবে আইফোন ১৫- র বেস ভ্যারিয়েন্ট। এরপরে থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে কেউ আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল কিনলে প্রায় ২৭,৫৫০ টাকা ছাড় পেতে পারেন। এর ফলে ফোনের দাম কমে হবে ৫২,৩৫০ টাকা।


এ তো গেল ১২৮ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৫- র কথা। আইফোন ১৫- র ২৫৬ জিবি স্টোরেজ মডেল এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দামেও রয়েছে ছাড়। এই দুই মডেল ভারতে লঞ্চ হয়েছিল যথাক্রমে ৮৯,৯০০ টাকা এবং ১,০৯,৯০০ টাকায়। অ্যামাজনের ফ্ল্যাট ডিসকাউন্ট অনুসারে এখন ই-কমার্স সংস্থায় এই দুই ফোন কেনা যাচ্ছে যথাক্রমে ৮০,৯৯৯ টাকা এবং ১,০০,৫০০ টাকায়। এক্সচেজ অফারের ক্ষেত্রে আইফোন ১৫ মডেলের ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম কমে হবে ৬২,৩৫০ টাকা। অন্যদিকে ৫১২ জিবি স্টোরেজ যুক্ত আইফোন ১৫ এক্সচেজ অফার যুক্ত হলে কেনা যাবে ৮২,৩৫০ টাকায়। 


অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ক্রেতারা আইফোন ১৫ কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্ক অফারও পাবেন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ৪০০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে ২৫০০ টাকা রিওয়ার্ড পাবেন ক্রেতারা। তার ফলে আইফোন ১৫- র ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামই আরও কিছুটা কমে যাবে। 


আইফোন ১৫ 


অ্যাপেলের আইফোন ১৫ ডিভাইসে রয়েছে ৬.১ ইঞ্চির OLED Super Retina XDR ডিসপ্লে। এছাড়াও রয়েছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে আইফোন ১৫- তে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। আর রয়েছে ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের লেন্স রয়েছে। 


আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ প্রো ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে? রইল তারই তালিকা