iPhone 15 Offers: নতুন আইফোন (Apple iPhone) কিনবেন ভাবছেন? তাহলে আইফোন ১৫ (iPhone 15) কিনতেই পারেন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) আইফোন ১৫- র দামে রয়েছে ব্যাপক ছাড়। তবে নির্দিষ্ট সময়ের জন্য এই অফার রয়েছে। এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে আইফোন ১৫- র দামে কী কী অফার রয়েছে এবং লঞ্চের সময়ের দামের থেকে কতটা কম দামে এই ফোন আপনি কিনতে পারবেন। গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল ভারতে। 


ফ্লিপকার্টে আইফোন ১৫- র দামে ১৬ হাজার টাকা ছাড়


লঞ্চের সময় আইফোন ১৫- র দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন সেই ফোন ফ্লিপকার্টে কেনা যাবে ৬৬,৪৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ৯৯০১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এর পরে রয়েছে আরও অফার। ব্যাঙ্ক অফার হিসেবে আইফোন ১৫- র ক্ষেত্রে ৩৩২৫ টাকা ছাড় পাওয়া যাবে। তার ফলে ফোনের দাম কমে হবে ৬৩,১৭৪ টাকা। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। সেখানে যে ফোনের পরিবর্তে আপনি আইফোন ১৫ কিনবেন সেই পুরনো ফোন কী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করলে প্রায় ৫০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। 


আইফোন ১৫- র বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নিন



  • আইফোন ১৫ সিরিজের বেস মডেলে রয়েছে ৬.১ ইঞ্চির এইচডিআর ডিসপ্লে। অ্যাপেলের ট্রু টোন টেকনোলজির সাপোর্ট রয়েছে এই স্ক্রিনে। এর সাহায্যে ডিসপ্লের 'হোয়াইট ব্যালেন্স' করা সম্ভব। তার ফলে যেকোনও লাইট কন্ডিশন অর্থাৎ আলোর মধ্যে ন্যাচারাল ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। গেম খেলা, ভিডিও দেখার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জন্য আইফোন ১৫- র ডিসপ্লে আদর্শ।

  • এই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপ। এছাড়াও রয়েছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে। এই সেনসরের সঙ্গে সেনসর শিফট অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এর মাধ্যমে ছবি কম আলোয় তোলা হলেও তা উন্নত করা যায় এবং একদম ঝকঝকে উজ্জ্বল ছবি পাওয়া সম্ভব। এই ক্যামেরা সেটআপে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেকেন্ডারি ক্যামেরা সেনসর রয়েছে। চওড়া ফ্রেমে ছবি তুলতে এই সেনসর সাহায্য করবে। এর পাশাপাশি আইফোন ১৫- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ট্রু ডেপথ ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদ রঙে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল ভারতে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছিল। একবার পুরো চার্জ দিলে একদিন চালু থাকবে আইফোন ১৫। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। 


আরও পড়ুন- আইকিউওও জেড৯ ৫জি ভারতে কত দামে কেনা যেতে পারে? ক্রেতাদের জন্য কী কী অফার থাকতে পারে?