iPhone 15 Price Drop: আগামী মাসেই হয়তো লঞ্চ হতে চলেছে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series)। নতুন আইফোন সিরিজ লঞ্চের আগে পুরনো আইফোন সিরিজের মডেলের দাম কমে। এবারও তাই হয়েছে। এবার ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে দাম কমেছে আইফোন ১৫- র (iPhone 15)। সমস্ত ছাড় মিলিয়ে ক্রেতারা ৬৩ হাজার টাকায় কেনা যাবে আইফোন ১৫, এমনটাই জানা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক আইফোন ১৫- র দামে ফ্লিপকার্টে ক্রেতাদের জন্য কী কী ছাড় রয়েছে।
ফ্লিপকার্টে আইফোন ১৫- র দাম এখন ধার্য হয়েছে ৬৫,৪৯৯ টাকা। লঞ্চের সময় আইফোন ১৫- র দাম ছিল ৭৯,৯০০ টাকা। ক্রেতাদের কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকলে ১৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে কার্ডলেস ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে। এই অফার শুরু আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি পুরনো আইফোনের পরিবর্তে আইফোন ১৫ কিনতে যান তাহলে ৫৫ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।
আইফোন ১৫- র বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই মডেলে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। গোলাপি, হলুদ, নীল, সবুজ ও কালো রঙে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল।
- আইফোন ১৪- র সঙ্গে ডিজাইনে অনেক মিল রয়েছে আইফোন ১৫- র। তবে আইফোন ১৪- র আগের নচ ডিজাইন বদলে গিয়েছে এখানে। তার পরিবর্তে আইফোন ১৫- তে রয়েছে নতুন ডায়নামিক আইল্যান্ড নচ।
- আইফোন ১৫ মডেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। কম আলোয় ভাল ছবি তোলার সুবিধা রয়েছে এই মডেলে।
- একবার পুরো চার্জ দিলে সারাদিন চালু থাকবে আইফোন ১৫। এতদিন চার্জ দ্রুত শেষ হয় বলে আইফোন ইউজারদের যা অভিযোগ ছিল তা মিটে যাবে এবার।
- অ্যাপেলের নিজস্ব এ১৬ বায়োনিক চিপ রয়েছে আইফোন ১৫ মডেলে। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যায় আইফোন ১৫ মডেলে।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল সংস্থা নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। সেই মতোই অনুমান এবছরও সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে অ্যাপেল আইফোনের নতুন সিরিজ, আইফোন সিরিজ ১৬। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আইফোন ১৬ সিরিজের মধ্যে আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ প্লাস- এই চারটি আইফোন লঞ্চের কথা রয়েছে।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির এই ফোনের দাম একধাক্কায় কমল ১২ হাজার টাকা, কোন মডেলে কতটা ছাড় রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।