Samsung Galaxy Phone: সম্প্রতি ভারতে একধাক্কায় অনেকটাই দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের (Samsung Galaxy S24)। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ৭৪,৯৯৯ টাকায় (বেস মডেল)। স্বাধীনতা দিবসের (Independce Day Sale) আগে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে সংস্থা। ক্রেতাদের জন্য থাকছে নো-কস্ট ইএমআই- এর সুবিধাও। তবে এই অফার রয়েছে সীমিত সময়ের জন্য। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোন আইপি৬৮ রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের দাম এবং বিভিন্ন অফার
দক্ষিণ কোরিয়ার সংস্থার স্যামসাংয়ের এই গ্যালাক্সি ফোনের দাম ভারতে ১২ হাজার টাকা কমেছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন কেনা যাবে ৬২,৯৯৯ টাকায়। এর সঙ্গে ক্রেতারা পাবেন ২৪ মাসের নো-কস্ট ইএমআই- এর সুবিধা। সেক্ষেত্রে মাসে ৫৬৬৬ টাকা কিস্তি দিতে হবে। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৭৪,৯৯৯ টাকা। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফার চলবে ১৫ অগস্ট পর্যন্ত।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম লঞ্চের সময় ছিল ৭৯,৯৯৯ টাকা। আর সেটা এই অফারে কেনা যাবে ৬৭,৯৯৯ টাকায়। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৮৯,৯৯৯ টাকা। সেটা এখন ৭৭,৯৯৯ টাকায় কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৬.২৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে।
- স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে সংস্থার নিজস্ব Exynos 2400 প্রসেসর।
- স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সলের ওয়াইড ক্যামেরা যা ৮৫ ডিগ্রি ফিল্ড ভিউ এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ দেবে এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যেখানে 3x অপটিকাল জুমের সাপোর্ট রয়েছে, এই দুই ক্যামেরা সেনসরও দেখা যাবে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর যা ৮০ ডিগ্রি ফিল্ড ভিউ দেবে।
- স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড, ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার।
আরও পড়ুন- কেমন হবে আইফোন ১৬- র ক্যামেরা, আগের তুলনায় কী কী বদল আসছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।