iPhone 16 Series: চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। যদিও অ্যাপেল সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি আনুষ্ঠানিক ভাবে। তবে আইফোন ১৬ সিরিজ লঞ্চের আগে শোনা গিয়েছে একটি নতুন তথ্য। সূত্রের খবর, অ্যাপেল সংস্থা নাকি পরিকল্পনা করেছে আইফোন ১৬ প্রো মডেল (iPhone 16 Pro Models) ভারতে তৈরি করা হবে। এমনকি এও শোনা গিয়েছে, যেদিন থেকে গ্লোবাল মার্কেটে আইফোন ১৬ প্রো ফোন বিক্রি শুরু হবে সেদিন থেকেই ভারতে তৈরি হওয়া ফোনেরও বিক্রি শুরু হবে। এর আগে ভারতে আইফোন তৈরি হয়েছে। তবে তা আইফোন সিরিজ লঞ্চের পর। কিন্তু এই প্রথমবার লঞ্চের সময় বা বলা ভাল লঞ্চের আগেই ভারতে তৈরি হবে আইফোন ১৬ প্রো ফোন, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, আইফোনের ব্যাটারিও ভারতে তৈরির পরিকল্পনা রয়েছে। অন্যান্য সংস্থাকেও সেই কাজে আহ্বান জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। 


আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ প্লাস- এই চারটি আইফোন লঞ্চের কথা রয়েছে। শোনা যাচ্ছে, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনই ভারতে তৈরি হবে। এই প্রথম ভারতে তৈরি হবে আইফোনের 'প্রো' মডেল। 


আইফোন ১৬ সিরিজের এই দুই 'প্রো' মডেলের চার্জিং ফিচারের সাপোর্টেও থাকতে চলেছে চমক, এমনটাই শোনা গিয়েছে 


সূত্রের খবর, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই আইফোন মডেলে সর্বোচ্চ ৪০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং (MagSafe) ফিচারের সাপোর্ট দেখা যেতে পারে। যদি এই তথ্য সত্য হল তাহলে নিঃসন্দেহে আইফোন ১৬ সিরিজের ফোনে আগের মডেলের তুলনায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ফোনে কম সময়ে চার্জ হওয়া, দ্রুত গতিতে চার্জ হওয়া সমস্ত ইউজারদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স - এই দুই আইফোনে চার্জিং স্পিড বাড়ে তাহলে ইউজারদের সুবিধা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল সংস্থা আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রে ২৭ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের MagSafe চার্জিং স্পিড রেখেছিল। এই সীমাবদ্ধতা এবার আইফোন ১৬ সিরিজের পার হবে বলেই অনুমান। আর তার ফলে আইফোন ১৬ সিরিজের ফোন আরও দ্রুত অর্থাৎ কম সময়ে চার্জ হবে। 


আরও পড়ুন- আসছে নাথিং ফোন ২এ প্লাস, আগের মডেলের থেকে কোন কোন ফিচার আপডেট হচ্ছে নতুন ফোনে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।