Nothing Phone 2a Plus: গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ প্লাস (Nothing Phone 2a Plus) মডেল। এই ফোন সম্পর্কে কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নাথিং ফোন ২এ প্লাস ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে নাথিং ফোন ২এ প্লাস মডেল ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। কালো এবং ধূসর রঙে নাথিং ফোন ২এ প্লাস মডেল লঞ্চের কথা শোনা গিয়েছে। মূলত নাথিং ২এ (Nothing Phone 2a) ফোনের একটি আপগ্রেডেড এবং আপডেটেড মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ প্লাস মডেল। আগামী ৩১ জুলাই এই ফোন লঞ্চ হবে ভারতে এবং গ্লোবাল মার্কেটে। কিছু ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে নাথিং ফোন ২এ- এর সঙ্গে মিল থাকবে নাথিং ফোন ২এ প্লাস মডেলের। তবে বেশ কিছু ফিচার আপডেট হবে।
নাথিং ফোন ২এ প্লাস স্পেসিফিকেশন, যা এখনও পর্যন্ত ফাঁস হয়েছে
- নাথিং ফোন ২এ প্লাস ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। নাথিং ২এ ফোনে ছিল ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর থাকতে পারে। সেকেন্ডারি সেনসর সম্পর্কে কিছু জানা যায়নি।
- নাথিং ফোন ২এ প্লাস ফোনে থাকতে পারে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে থাকতে পারে ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। নাথিং ২এ ফোনে ছিল ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- নাথিং ফোন ২এ প্লাস মডেলে ৬.৭ ইঞ্চির একটি AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে নাথিং সংস্থার আসন্ন ফোনে। নাথিং ২এ ফোনেও ছিল এই ফিচার।
- এছাড়াও থাকতে পারে এনএফসি কানেক্টিভিটির সাপোর্ট। এই ফিচারও রয়েছে নাথিং ২এ মডেলে।
- নাথিং ফোন ২এ প্লাস মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩৫০ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকার কথা। আর থাকবে ২৫৬ জিবি স্টোরেজ।
আরও পড়ুন- পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।