iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভারতে। আর এখন শুরু হয়ে গিয়েছে প্রি-অর্ডার (Pre Order) করার পরিষেবাও। যাঁরা আইফোন ১৬ সিরিজ কেনার পরিকল্পনা করছেন তাঁরা ন্যূনতম একটা টাকা দিয়ে ফোন আগাম বুকিং করে নিতে পারবেন। আইফোন ১৬ সিরিজে লঞ্চ হয়েছে বেস অর্থাৎ ভ্যানিলা মডেল আইফোন ১৬, এছাড়াও রয়েছে আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। আগামী ২০ সেপ্টেম্বর থেকে আইফোন ১৬ সিরিজের এই ফোনগুলির বিক্রি শুরু হতে চলেছে।
এবার দেখে নেওয়া যাক আইফোন ১৬ সিরিজের বিভিন্ন ফোনের দাম
আইফোন ১৬- র দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম এটি। আইফোন ১৬ প্লাস মডেলের বেস ভ্যারিয়েন্ট যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ৮৯,৯০০ টাকা। আইফোনের ১৬ সিরিজের এই দুই ফোন কালো, গোলাপি, টিল, আলট্রা মেরিন এবং সাদা রঙে লঞ্চ হয়েছে।
আইফোন ১৬ প্রো ফোনের বেস মডেল যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ১,১৯,৯০০ টাকা। আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে বেস ভ্যারিয়েন্ট ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত তার দাম শুরু হচ্ছে ১,৪৪,৯০০ টাকা থেকে। Black Titanium, Desert Titanium, Natural Titanium, White Titanium- এই চার রঙে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই রঙে।
আইফোন ১৬ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা কী কী অফার পাবেন
অ্যাপেলের ওয়েবসাইটের মাধ্যমে আইফোন ১৬ সিরিজের জন্য প্রি-অর্ডার করা যাবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিক্রি। অ্যাপেল বিকেসি (মুম্বই) অথবা অ্যাপেল সাকেত (দিল্লি)- এই দুই জায়গায় বিক্রি শুরু হবে। ফোন ডেলিভারি হতে চার থেকে সাতদিন কিংবা তার বেশি সময় লাগবে। এরপর চাহিদা অনুসারে এই সময়সীমা বাড়তে পারে।
ক্রেতাদের কাছে আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড থাকলে ৫০০০ টাকা ছাড় পাবেন তাঁরা। এছাড়াও থাকছে ৬৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আর পাওয়া যাবে ৩ মাস এবং ৬ মাসের নো-কস্ট ইএমআই পরিষেবা। এর পাশাপাশি থার্ড পার্টি Aptronix, iVenus, Imagine, iFuture, Unicorn- এইসব সংস্থার থেকেও আইফোন ১৬ সিরিজ কেনা যাবে। সেখানে ক্রেতাদের জন্য থাকছে ক্যাশব্যাক অফার এবং অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধা।
আরও পড়ুন- রিয়েলমির নতুন ৫জি ফোন হাজির ভারতে, কেনার সময় পাবেন প্রচুর অফার, কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।