iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) এবছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে বলে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসেই অ্যাপেলের ইভেন্টে নতুন আইফোন সিরিজ লঞ্চ হয়। এ যাবৎ তাই-ই হয়ে এসেছে। সেই সূত্রেই অনুমান, আইফোন ১৬ সিরিজও চলতি বছর সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে। তবে অ্যাপেল কর্তৃপক্ষ এখনও আইফোন ১৬ সিরিজ লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেনি। এই আইফোন সিরিজে অন্যান্য মডেলের সঙ্গে লঞ্চ হবে আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max) - এই দুই ফোন, এমনই শোনা গিয়েছে। আর এই দুই আইফোন মডেলে আগের তুলনায় অর্থাৎ আইফোন ১৫ সিরিজের থেকে উন্নত চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে। ওয়্যারড এবং MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচারের স্পিডও বাড়বে বলে অনুমান। আইফোন ১৫ প্রো মডেলের থেকে উন্নত চার্জিং ফিচার থাকতে চলেছে আইফোন ১৬ প্রো ফোনে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল সংস্থা আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রে ২৭ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের MagSafe চার্জিং স্পিড রেখেছিল। এই সীমাবদ্ধতা এবার পার হবে বলেই অনুমান। আর তার ফলে আইফোন ১৬ সিরিজের ফোন আরও দ্রুত অর্থাৎ কম সময়ে চার্জ হবে। 


সূত্রের খবর, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই আইফোন মডেলে সর্বোচ্চ ৪০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং (MagSafe) ফিচারের সাপোর্ট দেখা যেতে পারে। যদি এই তথ্য সত্য হল তাহলে নিঃসন্দেহে আইফোন ১৬ সিরিজের ফোনে আগের মডেলের তুলনায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ফোনে কম সময়ে চার্জ হওয়া, দ্রুত গতিতে চার্জ হওয়া সমস্ত ইউজারদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স - এই দুই আইফোনে চার্জিং স্পিড বাড়ে তাহলে ইউজারদের সুবিধা হবে।


আইফোন ১৬ সিরিজের ফোনের ব্যাটারি ফিচার সম্পর্কে এতদিনে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে (সম্ভাব্য) 


আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে একটি ৪৬৭৬ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৬ প্রো ফোনে থাকতে পারে একটি ৩৩৫৫ এমএএইচ ব্যাটারি। আইফোন ১৬ সিরিজের লঞ্চ হবে আরও দু'টি মডেল- আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস। এই দুই আইফোনে যথাক্রমে ৩৫৬১ এমএএইচ এবং ৪০০৬ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৫ সিরিজের ফোনের তুলনায় বেশি শক্তিশালী ব্যাটারিই থাকবে আইফোন ১৬ সিরিজের ফোনগুলিতে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! ফিচার শুনলে চমকে যাবেন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।