5G Phones Under Rs 10000: গত মাসেই ভারতে ইনফিনিক্স সংস্থা লঞ্চ করেছে একটি নতুন ৫জি ফোন (Infinix 5G Phone)। জুন মাসে দেশে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট সিরিজের (Infinix Note Series) ৫জি ফোন। এবার 'নোট' সিরিজেই আরও একটি নতুন ফোন লঞ্চ করতে পারে ইনফিনিক্স সংস্থা। ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন (Infinix Note 40 5G)। শোনা যাচ্ছে, এবার ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন (Infinix Note 40X 5G) লঞ্চ করতে পারে সংস্থা। কবে এই ফোন লঞ্চ হবে তা অবশ্য কিছু জানা যায়নি। তবে সম্ভাব্য ফিজাইন এবং কয়েকটি ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নতুন ফোনের দাম কত হতে পারে সেই আভাসও পাওয়া গিয়েছে। 


শোনা যাচ্ছে, ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের মতো ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনেও থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে, ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ক্যামেরা এবং ব্যাটারি, এই দুইয়ের বিচারে ইনফিনিক্স সংস্থার 'নোট' সিরিজের আসন্ন ৫জি ফোনে ভালই পরিষেবা পাবেন গ্রাহকরা। 


ভারতে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে, কেমন দেখতে হতে পারে এই স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে 


এই ফোনের যে সম্ভাব্য ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই অনুসারে ফোনের রেয়ার প্যানেলে চকচকে নীল রং দেখা যেতে পারে। এছাড়াও থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর ফোনের নীচের দিকে 'ইনফিনিক্স' ব্র্যান্ডের নাম লেখা থাকবে। শোনা যাচ্ছে, ভারতে ইনফিনিক্স সংস্থা তাদের এই নতুন ৫জি ফোন লঞ্চ করতে পারে ১০ হাজার টাকার কম দামে। অর্থাৎ সস্তায় ৫জি ফোন লঞ্চের তালিকায় আবারও নাম জুড়বে ইনফিনিক্স সংস্থার। এর আগে অনেক সংস্থাই দেশে ১০ হাজার টাকার কমে ৫জি ফোন লঞ্চ করেছে। ইনফিনিক্স সংস্থারও ৫জি ফোন রয়েছে ১০ হাজার টাকার কম দামের। ফের একবার বাজেট ৫জি ফোন লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স কর্তৃপক্ষ। ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনের বেস মডেল কেনা যাবে ১০ হাজার টাকার কম দামে। নীল এবং স্টারলাইট ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন। 


৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- এর সাহায্যে পরিচালিত হতে পারে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকার কথা রয়েছে। এর পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে ইউজাররা পেতে পারেন ব্লুটুথ এবং এনএফসি কানেক্টিভিটির সাপোর্ট ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- নোকিয়া' নয়, অন্য নামে ভারতে আসছে এইচএমডি-র প্রথম ফোন, কবে লঞ্চ হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।