ক্যালিফোর্নিয়া: অবাক করার মতো রিপোর্ট প্রকাশ করল Apple। আমেরিকান টেক জায়ান্ট জানিয়েছে, বাইকের ইঞ্জিন থেকে ক্ষতি হচ্ছে iPhone ক্যামেরার পারফরম্যান্সের।বিশ্ববাসীকে সেরা ক্যামেরা দিলেও অনেক ক্ষেত্রেই ভালো ছবি তুলতে পারছেন না ক্রেতারা। এর পিছনে রয়েছে কিছু কারণ।
iPhone cameras Issueসম্প্রতি একটা সাপোর্ট পেজ তৈরি করেছে Apple। যেখানে এই মার্কিন কোম্পানি জানিয়েছে, হাই পাওয়ারের বাইকের ইঞ্জিন iPhone ক্যামেরার পারফরম্যান্সের ক্ষতি করছে। অনেক ক্ষেত্রে বাইকের ইঞ্জিনের তরঙ্গ সরাসরি ভালো ছবি তুলতে দিচ্ছে না আপনাকে। ক্যামেরায় সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও ছবি নিয়ে নিরাস হতে হচ্ছে ব্যবহারকারীকে।
iPhone cameras great featureবিশ্বে আইফোনের ক্যামেরা ঘিরে কৌতূহলের শেষ নেই। প্রতিবারই নতুন ফোনে ক্যামেরার জন্য বিশেষ ফিচার আনে অ্যাপল। এবারও আইফোন ১৩-এর আত্মপ্রকাশের আগে বাজারে ঘুরে বেড়াচ্ছে একাধিক খবর। ইতিমধ্যেই অ্যাপলের ক্যামেরায় রয়েছে 'অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন'(OIS)-এর সুবিধা। মূলত হাত কেঁপে গেলেও ছবি তোলায় তার যেন প্রভাব না পড়ে তাই এই ফিজিক্যাল স্পেকস দিয়েছে অ্যাপল। দৌড়ে ভিডিয়ো তোলা বা কাঁপা হাতে ফটো তোলার ক্ষেত্রে কাজে দেয় এই ফিচার। মূলত, ছবি স্টেবলাইজ বা স্থির করার জন্যই কাজ করে OIS। এ ছাড়াও রয়েছে ক্লোজড লুক অটো ফোকাস। যা ভাইব্রেশনের মধ্যেও ভালো ছবি তুলতে কাজে আসে।
কী করতে না করছে অ্যাপল ?কোনওভাবেই বেশি পাওয়ারফুল বাইকের ইঞ্জিনের গায়ে iPhone রাখতে না করছে অ্যাপল। এতে OIS-এ প্রভাব পড়তে পারে বলে মনে করে কোম্পানি।iPhone 6 Plus, iPhone 6s Plus ও iPhone 7 থেকে এই অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন টেকনোলজি দেওয়া শুরু করেছে কোম্পানি। যা এখন প্রায় সব হাই রেঞ্জ ফোনেই দেখা যাচ্ছে। অ্যাপলের ধারণা, ভাইব্রেশন বা বেশি তরঙ্গের কারণে নষ্ট হতে পারে iPhone-এর ক্যামেরা।
আরও পড়ুন : Apple Watch 7 : iphone 13-এর সঙ্গে Apple Watch 7 লঞ্চ ! ১৪ সেপ্টেম্বর আসবে প্রকাশ্যে
আরও পড়ুন : iPhone 13-এর দাম ফাঁস ! লঞ্চের আগেই প্রকাশ্যে ভ্যারিয়েন্ট