ক্যালিফোর্নিয়া: ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্টের আমন্ত্রণ জানিয়েছে Apple। টেক ব্লগারদের মতে, ওই দিনই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে iPhone 13-এর। যদিও লঞ্চের আগেই দাম প্রকাশ্যে চলে এল অ্যাপলের আগামী ফোনের।  


iPhone 13 price (সম্ভাব্য দাম) 
সম্প্রতি অ্যাপলের iPhone 13-এর দাম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্লগ সাইট Apple Hub। বহুদিন ধরেই আইফোন ১৩-এর আপডেট দিয়ে আসছে এই সাইট। এবার GizChina-কে উদ্ধৃত করে iPhone 13-এর সম্ভাব্য দাম ফাঁস করেছে এই ব্লগ সাইট। যেখানে বলা হয়েছে, একসঙ্গে iPhone 13, the iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 Mini নিয়ে আসছে কোম্পানি। যার মধ্যে iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। যদিও ভারতে এই ফোনের দাম আরও বেশি হবে। মূলত স্থানীয় কর দেওয়ার জন্য ফোনের দাম বেশি দিতে হবে ক্রেতাকে।


iPhone 13-এর ৪ ভ্যারিয়েন্টের কার কী দাম ?
iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। iPhone 13 Pro-র দাম হতে পারে ৯৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ধরা হবে ৭৩,৩০০টাকা। পাশাপাশি iPhone 13 Pro Max-এর দাম ১০৯৯ ডলার ধার্য করতে পারে কোম্পানি। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ৮০,৬৮৯ টাকা। এদের থেকে অপেক্ষাকৃত অনেকটা কম দাম হতে চলেছে iPhone 13 Mini-র। ৬৯৯ ডলারেই পাওয়া যেতে পারে এই ফোন। ভারতীয় মুদ্রায় যার দাম হবে ৫১,৩১৪ টাকা। 


মঙ্গলবারই মেগা ইভেন্টের দিন নিশ্চিত করেছে Apple। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকুন সবাই। কোভিডকালে এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান। iPhone 13 লঞ্চের বিষয়ে কিছু না বললেও এই ইভেন্টের সবথেকে আকর্ষণের বিষয় থাকবে কোম্পানির আগামী আইফোন। সঙ্গে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপল। 


আরও পড়ুন : FB and Whatsapp Private Messages: হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়ছে ফেসবুক, বিস্ফোরক দাবি রিপোর্টে


আরও পড়ুন : Apple confirms September 14 event : ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্ট নিশ্চিত, 'আমন্ত্রণপত্র পাঠালো' Apple