iPhone: আপনি কি আইফোন (Apple iPhone) ব্যবহার করেন? ভাবছেন অত্যাধুনিক ফোন, দামও চড়া- ফলে হয়তো কোনও সমস্যা (iPhone Problems) হবে না। কিন্তু আইফোন ব্যবহার (iPhone Screen Frozen) করতে গিয়ে অনেক সময়েই ইউজাররা সাধারণ কিছু সমস্যার সম্মুখীন হন। কয়েকটি সহজ টিপস জানা থাকলে বাড়ি বসে নিজেই এইসব সমস্যার সমাধান করা সম্ভব। 


আইফোনের স্ক্রিন ফ্রিজ বা ফ্রোজেন হয়ে যাওয়া আসলে কী 


এই সমস্যা হল আইফোন ব্যবহার করতে করতে আচমকাই ফোনের স্ক্রিন কাজ করা বন্ধ হয়ে যায়। একদম যেন থেমে যায় আপনার আইফোনের স্ক্রিন। কোনও কাজই হতে চায় না। এই ধরনের সমস্যা দেখা দিলে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনও দরকার নেই। নিয়মিত ভাবে আপনার আইফোনের যত্ন নিলেই এইসব সমস্যা আর হবে না। আর যদি দেখেন বারবার আপনার আইফোন হ্যাং করছে, কিংবা স্ক্রিন আচমকা 'ফ্রিজ' হয়ে কাজ করা বন্ধ করা দিচ্ছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। 


কী কী কারণে আইফোনের স্ক্রিন 'ফ্রিজ' হয়ে যেতে পারে অর্থাৎ কাজ করা বন্ধ করা দিতে পারে 



  • ফোনে যথেষ্ট স্টোরেজ না থাকা 

  • কোনও কারণে ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে 

  • ফোনের সফটওয়্যার ঠিকভাবে অর্থাৎ লেটেস্ট মোডে আপডেট করা না থাকলে 

  • ফোনের সফটওয়্যার সংক্রান্ত কোনও সমস্যা হলে 


মূলত এইসব কারণেই আপনার আইফোনের স্ক্রিন হঠাৎ কাজ করা বন্ধ করে দিতে পারে। তাই এই জাতীয় সমস্যা দেখা দিলে আগে কেন এই সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। 


আইফোনের স্ক্রিন আচমকা 'ফ্রিজ' হয়ে গেলে কী কী করতে পারেন 



  • সবার আগে ফোন রিস্টার্ট করার চেষ্টা করুন। অর্থাৎ ফোন সুইচ অফ করে খানিক্ষণ রেখে দিন। তারপর আবার পাওয়ার অন করুন। বেশিরভাগ ক্ষেত্রেই ফোন রিস্টার্ট করলে উল্লিখিত সমস্যা আর থাকে না। 

  • এছাড়াও আইফোনের সফটওয়্যার সঠিক সময়ে সঠিক ভার্সানে আপডেট করে রাখা জরুরি। নাহলে আপনার আইফোনে অন্যান্য অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই সফটওয়্যার আপডেট করে রাখা খুবই জরুরি। 

  • ফোনের স্টোরেজ খালি করতে হবে। অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস ফোনে না রাখাই শ্রেয়। এর ফলে ফোন স্লো হয়ে যেতে পারে, অর্থাৎ ধীর গতিতে কাজ করবে। তাই স্টোরেজ স্পেস খালি রাখার চেষ্টা করুন। 

  • এছাড়াও আইফোনের সেটিংস অপশনে গিয়ে ফোন রি-সেটিং করে দেখতে পারেন। এর পাশাপাশি ফোন রি-স্টোর করাও জরুরি। তবে রি-স্টোর করার আগে অতি অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখা প্রয়োজন। 


উল্লিখিত উপায়গুলির মাধ্যমে সমস্যার সমাধান না হলে বুঝতে হবে ফোনে জটিল কোনও সমস্যা হয়েছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 


আরও পড়ুন- ফোন কেনার আগে নজর থাকে ক্যামেরায়? রেডমি নোট ১৪ প্রো মডেলের ক্যামেরা ফিচার কেমন হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।