iQoo 11: নভেম্বর মাসে কিংবা ডিসেম্বরে চিনে আইকিউওও ১১ সিরিজের (iQoo 11 Series) ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই সিরিজের বেস মডেল আইকিউওও ১১ (iQoo 11) একই সময়ে ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। অন্যদিকে শোনা গিয়েছে, ভারতে শাওমি ১২আই হাইপারচার্জ (Xiaomi 12i Hypercharge) নামে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন। ২০২৩ সালের শুরুর দিকে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে।
তবে আইকিউওও ১১ ফোন চলতি বছরের ভারতে লঞ্চ হবে না বলেই মনে করা হচ্ছে। এবছর জানুয়ারি মাসেই আইকিউওও ৯ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই সিরিজের আরও দুটো ফোন আইকিউওও ৯ প্রো এবং আইকিউওও ৯ এসই- এই দুই ফোন লঞ্চ হয়েছিল কয়েকদিন পরে। বেশ অনেকটা পরে লঞ্চ হয়েছিল আইকিউওও ৯টি ফোন। এই মডেল আসলে আইকিউওও ১০ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। চলতি বছর জুলাই মাসে এই ফোনের কথা ঘোষণা হয়েছিল চিনে। এখন মনে করা হচ্ছে আইকিউওও ১১ ফোন ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও ১০ হিসেবে। ২০২২ সালে অর্থাৎ এবছর জানুয়ারি মাসে যে সময় ভারতে আইকিউওও ৯ সিরিজ লঞ্চ হয়েছিল আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে জানুয়ারি মাসে ওই একই সময়ে আইকিউওও ১০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। আইকিউওও সংস্থা এখনও জানায়নি তাদের এই প্রিমিয়াম ফোন ভারতে কবে এবং কী নামে লঞ্চ হবে।
আইকিউওও ১১- ভিভো’র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এছাড়াও আইকিউওও ১১ ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। দুটো র্যাম ৮ জিবি এবং ১২ জিবি, এই দুই র্যাম নিয়ে লঞ্চ হবে আইকিউওও ১১ ফোন। এর সঙ্গে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে এই ফোন।
আইকিউওও ১১ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের GN5 প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রএয়ড ১৩ এবং OriginOS- এর সাহায্যে। এছাড়াও হোল-পাঞ্চ কাটআউট ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা।
আরও পড়ুন- ভারতে শাওমি ১২আই হাইপারচার্জ নামে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ প্রো প্লাস ফোন