iQoo 12 5G: আইকিউওও ১২ ৫জি (iQoo 12 5G) ফোন চিনে লঞ্চ হয়ে গিয়েছে। এবার আসছে ভারতে। আগামী ১২ ডিসেম্বর ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির (iQoo Smartphones) নতুন ফোন লঞ্চ হবে দেশে। তার আগে ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon) ওয়েবসাইটে আচমকাই ফাঁস হয়েছে ফোনের দাম। তবে কিছুক্ষণের মধ্যেই তা সরিয়েও নেওয়া হয়েছে। এক্স মাধ্যমে টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, আইকিউওও ১২ ৫জি ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে আইকিউওও ১২ সিরিজের প্রো মডেল অর্থাৎ আইকিউওও ১২ প্রো ৫জি ফোনও লঞ্চ হয়েছে। তবে এই ফোন এখনই ভারতের বাজারে আসছে না।
আইকিউওও ১২ ৫জি ফোন একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল, তাই দাম অন্যান্য স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি। ভারতে লঞ্চ হতে চলা এটিই প্রথম ফোন হতে চলেছে যেখানে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। আগ্রহী ক্রেতারা ৯৯৯ টাকার বিনিময়ে আইকিউওও ১২ ৫জি ফোনের প্রি-বুকিং করতে পারবেন। আর ১৩ এবং ১৪ ডিসেম্বরের মধ্যে ফোন কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। অপারেটিং সফটওয়্যারের আপডেট পাওয়া যাবে এই ফোনে। সেই সঙ্গে থাকবে চার বছরের সিকিউরিটি ফিচারের আপডেট। Android 14-based Funtouch OS 14- এর সাপোর্ট থাকবে আইকিউওও ১২ ৫জি ফোনে। যাঁরা ফোনের প্রি-বুকিং করবেন তাঁরা পাবেন একটি ইয়ারবাডস একদম বিনামূল্যে। ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস যার দাম ২৯৯৯ টাকা সেটি পাওয়া যাবে ফ্রি-তে।
ক্যামেরা স্পেসিফিকেশন
আইকিউওও সংস্থার আসন্ন ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের ৩এক্স জুম-সহ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে। আর ফোনের ডিসপ্লের উপরে থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আইকিউওও ১২ ৫জি ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ১.৫কে রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকার পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাওয়া যাবে আইকিউওও ১২ ৫জি ফোনে।
- এই ফোনের রেয়ার ক্যামেরায় প্রাইমারি সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ১৫০ ডিগ্রি ফ্রিল্ড ভিউ পাওয়া সুবিধা থাকবে। এছাড়াও V3 imaging chip থাকবে ভাল গুণমানের ছবি তোলার জন্য।
- আইকিউওও ১২ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াটের FlashCharge প্রযুক্তির সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। HiFi অডিও কোয়ালিটির স্টিরিও স্পিকার, ইউএসবি টাইপ-সি অডিও পোর্ট, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে আইকিউওও ১২ ৫জি ফোনে।