iQoo 12: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও ১২ (iQoo 12) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। সম্ভবত এবছরেই লঞ্চ হবে আইকিউওও ১২ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে থাকবে অত্যন্ত শক্তিশালী প্রসেসর। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে আইকিউওও সংস্থার আসন্ন ফোনে। এখনও এই প্রসেসর লঞ্চ হয়নি। Snapdragon Summit 2023- এই বার্ষিক অনুষ্ঠানে লঞ্চ হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৩ প্রসেসর। অন্যদিকে জানা গিয়েছে, আইকিউওও ১১ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে আসছে আইকিউওও ১২ ফোন। আনুষ্ঠানিক ভাবে নতুন ফোনের ব্যাপারে এখনও কিছু ঘোষণা করেনি আইকিউওও কর্তৃপক্ষ। 


জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আইকিউওও ১২ ভারতে লঞ্চ হতে চলা প্রথম ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে। কোয়ালকম সংস্থার এই চিপসেট আগামী বছর শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং এবং অন্যান্য আরও সংস্থার ফোনে থাকবে বলে অনুমান করা হচ্ছে। আইকিউওও ১২ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা গিয়েছে নভেম্বরের শেষদিকে বা ডিসেম্বরে এই ফোন ভারতের বাজারে হাজির হবে। এই আভাস দিয়েছেন টিপস্টার মুকুল শর্মা। এর আগে আইকিউওও ১১ ৫জি ফোন লঞ্চ হয়েছিল চলতি বছরের শুরুর দিকে এবং সেখানে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। 


একনজরে দেখে নেওয়া যাক আইকিউওও ১১ ৫জি ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন ছিল



  • ৬.৭৮ ইঞ্চির একটি 2K E6 AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। Android 13 out-of-the-box- এর সাপোর্টে এই ফোন পরিচালিত হয়। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের টেলিফটো/পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • আইকিউওও ১১ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে শূন্য থেকে ৫০ শতাং চার্জ হবে মাত্র ৮ মিনিটে। এমনটাই দাবি করেছে আইকিউওও সংস্থা।

  • ভিডিও গেম খেলার জন্য এই ফোন আদর্শ। এখানে রয়েছে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম। এর মাধ্যমে গেম খেলার সময় ফোন গরম হয়ে গেলে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। 


আরও পড়ুন- অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সতর্কবার্তা ভারত সরকারের, কোথায় বিপদের হাতছানি? কীভাবে সুরক্ষিত থাকবেন?