iQoo 9T 5G: ভারতের বাজারে iQoo 9T 5G ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও iQoo সংস্থা এখনও তাদের এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। নির্দিষ দিনক্ষণও জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) এই ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, BMW Motorsport ডিজাইন নিয়ে সম্ভবত ভারতে লঞ্চ হতে চলেছে iQoo 9T 5G ফোন। অনুমান, ফোনের পিছনের অংশে এই ডিজাইন থাকবে। শোনা যাচ্ছে, এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়াও এই ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে বলে শোনা যাচ্ছে। অ্যামাজনে iQoo 9T 5G ফোনের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চ হলে এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে।


অ্যামাজনের মাইক্রোসাইটের টিজারে প্রকাশিত iQoo 9T 5G ফোনের ছবি থেকে দেখা গিয়েছে যে এই ফোনের পিছনের অংশে তিন রঙের স্ট্রাইপ থাকতে পারে। এছাড়াও পাওয়ার বাটনে থাকতে পারে ব্লু শেড। iQoo 9 Pro এবং iQoo 7 Legend- এই দুই ফোনেও রয়েছে ব্লু শেডের এই ফিচার। ফোনের পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৪০এক্স ডিজিটাল জুমের সাপোর্ট। Vivo V1+ imaging chip- ও থাকতে পারে আইকিউওও সংস্থার আসন্ন ফোনে। আইকিউওও ১০ সিরিজের সঙ্গে ডিজাইন এবং লুকে এই ফোনের মিল রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের অনেকেই।


ভারতে iQoo 9T 5G ফোন লঞ্চ হলে এটি হবে iQoo 9 সিরিজের চতুর্থ মডেল। এর আগে iQoo 9, iQoo 9 Pro, iQoo 9 SE লঞ্চ হয়েছিল ভারতে। নতুন ফোনে অর্থাৎ iQoo 9T 5G মডেলে ৬.৭৮ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একটি হল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। অন্যটি হল ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।


আরও পড়ুন- ভারতে এমআই ১১ লাইট ফোনের বিক্রি বন্ধ হতে পারে! কিন্তু কেন? জেনে নিন