iQoo Z6 Pro 5G: দেশের বাজারে এবার মিডরেঞ্জে দারুণ স্পেকসের ফোন আনল iQoo।  Z6 4G ও Z6 Pro 5G ফোনে রয়েছে বিশেষ ফিচার। ভারতের বাজারে OnePlus, Redmi, Realme ফোনগুলির সঙ্গে হবে এই মোবাইলের প্রতিযোগিতা। iQoo Z সিরিজের কোম্পানির নতুন স্মার্টফোনগুলিতে পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ছাড়াও স্ন্যাপড্রাগন চিপসেট। 


iQoo Z6 Pro 5G specifications
এই স্মার্টফোনে 6.44 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডুয়াল সিম স্মার্টফোনটি Google এর Android 12 বেস কোম্পানির Funtouch 12-এ চলে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন অক্টাকোর 778G Soc প্রসেসর রয়েছে। ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যামের বিকল্প রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও ফোনে 64 মেগাপিক্সেলের একটি প্রাথমিক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার ও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে কোম্পানি। এই 5G ফোনে পাওয়ার দেওয়ার জন্য এতে একটি 4700 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 66 ওয়াট চার্জার সাপোর্ট করে।


iQoo Z6 4G specifications
এই স্মার্টফোনটিতে 6.44 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডুয়াল সিম স্মার্টফোনটি Google এর Android 12 বেস কোম্পানির Funtouch 12-এ কাজ করে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680G Soc প্রসেসর রয়েছে। ফোনটিতে 8 জিবি পর্যন্ত র‍্যামের বিকল্প রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এতে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন ক্রেতা। এই 4G ফোনে পাওয়ার দিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 44 ওয়াট চার্জার সাপোর্ট করে।


iQoo Z6 : দাম কত দুই ফোনের


iQoo Z6 Pro 5G 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 23999 টাকা, 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 24999 টাকা, 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 28999 টাকা রাখ হয়েছে। একই সঙ্গে iQoo Z6 4G-এর 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 14499 টাকা, 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 15999 টাকা, 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 16999 টাকা রাখা হয়েছে। এই দুটি স্মার্টফোনই অ্যামাজন সামার সেলে কেনার জন্য পাওয়া যাবে।


iQoo Z6: কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই ফোনের


iQoo Z6 Pro 5G প্রতিদ্বন্দ্বিতা করবে realme 9 Pro+ 5G, Xiaomi 11i 5G, APPLE iPhone SE, SAMSUNG Galaxy M52 5G, Redmi Note 11 PRO Plus 5G, vivo V23 5G, Samsung Galaxy A52s 5G ও oneplus 2-এর মতো ফোনের সঙ্গে। সেখানে iQoo Z6 4G Realme 8, OPPO K10, MOTOROLA G60, vivo Y53s, vivo T1 5G, realme 8s 5G, REDMI Note 10T 5G, Samsung Galaxy F23 5G ও Realme 9 Pro 5G-র মতো ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।


আরও পড়ুন : Poco F4 GT: ১২০ ওয়াটের চার্জার, মোবাইলে কুলিং টেকনোলজি নিয়ে আসছে পোকোর এই গেমিং ফোন