iQoo Phones: আইকিউওও নিও ১০আর ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই প্রথম ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থা ভারতে তাদের নিও সিরিজের ফোন লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ১০আর ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে ফোন নষ্ট হবে না। আইকিউও নিও ১০আর ফোনে রয়েছে AMOLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আইকিউওও সংস্থার এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও পাবেন ৬৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট। 


আইকিউওও নিও ১০আর ফোনের দাম ভারতে কত 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৮,৯৯৯ টাকা। এর পাশাপাশি এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩০,৯৯৯ টাকা। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর থেকে। এখন প্রি-বুকিং করা যাচ্ছে এই ফোন কেনার জন্য। আইকিউওও নিও ১০আর ফোন কেনার জন্য প্রি-বুকিং করলে ১২ মাসের এক্সটেনডেড ওয়ারেন্টি পাবেন। সেই সঙ্গে ডেলিভারির সময় পাবেন ফোনের ইন্সট্যান্ট সেটআপ। তবে এর জন্য ৯৯ টাকা দিতে হবে। ক্রেতারা ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও পাবেন। তার ফলে আইকিউওও নিও ১০আর ফোনের দাম ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হবে। যাঁরা প্রি-বুক করছেন তাঁরা ১৮ মার্চ থেকে ফোন কিনতে পারবেন। আর বাকিরা ১৯ মার্চ থেকে কিনতে পারবেন। 


আইকিউওও নিও ১০আর ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। পাবেন অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট। Funtouch OS 15- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এখানে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • আইকিউওও নিও ১০আর ফোনে একটি অক্টা-কোর কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • আইকিউওও নিও ১০আর ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ১৯৬ গ্রাম।