iQoo Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে চলেছে। এই ফোন যে ভারতে লঞ্চ হবে তা নিশ্চিত করেই জানিয়েছেন সংস্থার সিইও। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ২০ জুন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কালো রঙে এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন। ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। দাম হতে পারে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে। 


আইকিউওও নিও ৭ প্রো ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। 

  • আগে শোনা গিয়েছিল, আইকিউওও নিও ৭ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • নতুন রিপোর্টে বলা হচ্ছে এই ফোনে একটি Samsung ISOCELL GN5 সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারযুক্ত, সেটা থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • আইকিউওও নিও ৭ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

  • এই ফোনে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং USB 2.0 Type-C পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


Infinix Smartphone: ইনফিনিক্স নোট ৩০ ৫জি (Infinix Note 30 5G) ফোন ভারতে লঞ্চ হতে পারে জুন মাসের মাঝামাঝি সময়ে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি ইনফিনিক্স (Infinix Smartphone) সংস্থা। গতমাসে অর্থাৎ মে মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এই ফোন। শোনা যাচ্ছে, ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে চলেছে জেবিএল সংস্থার স্টিরিও স্পিকার। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এখনও এই ফোনের দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। 


আরও পড়ুন- গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন? কী কী সমস্যা দূর হবে?