iQoo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি। আগামীকাল অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে দেশে এই ফোনের জন্য প্রি-বুকিং (Pre Booking) শুরু হবে। অন্যদিকে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন নিশ্চিত করে ঘোষণা করেছে আইকিউওও (iQoo Smartphones) সংস্থা। তাহলে দেখে নেওয়া যাক ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও- এর নিও সিরিজের নতুন ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং ফিচার কেমন হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হচ্ছে আইকিউওও নিও ৭ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে। আর ভারতে লঞ্চের পর অনলাইনে আইকিউওও নিও ৯ প্রো ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতের বাজারে। 


আইকিউওও নিও ৯ প্রো ফোনের ডিসপ্লে


আইকিউওও নিও ৯ প্রো ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানিয়েছে সংস্থা। এটি একটি LTPO AMOLED ডিসপ্লে হতে চলেছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। সেই সঙ্গে থাকবে ৩০০০ নিটস পিক ব্রাইটনেস। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে। এর সঙ্গে একটি সুপার কম্পিউটিং কিউ১ চিপও থাকবে যার সাহয্যে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। 


আইকিউওও নিও ৯ প্রো ফোনের ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট


এই ফোনে থাকতে চলেছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ১২০ ওয়াট পর্যন্ত ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। Conqueror Black রঙের ভ্যারিয়েন্টে থাকবে একটি গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব। অন্যদিকে Fiery Red ভ্যারিয়েন্টে থাকবে ডুয়াল টোনের faux leather ব্যাক প্যানেল। 


ক্যামেরা ফিচার, র‍্যাম-স্টোরেজ ভ্যারিয়েন্ট


আইকিউওও নিও ৯ প্রো ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকবে নাইট ভিশন ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকবে। তার সঙ্গে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকবে। ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হবে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ স্টোরেজ এবং ১ ২জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। দাম হতে পারে ৪০ হাজার টাকার মধ্যে, বা এর কমেই। 


আরও পড়ুন- নতুন ফোন নিয়ে জোরকদমে শুরু কাজ, হতে পারে 'নর্ড' সিরিজের মডেল, কেমন হবে ক্যামেরা ফিচার?