OnePlus Smartphones: নতুন স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছে ওয়ানপ্লাস (OnePlus) সংস্থা। সম্ভবত এই ফোন ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) মডেল হতে চলেছে। এখনও ফোনের নাম জানা যায়নি। তবে শোনা গিয়েছে, ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে যেখানে সেলফি ক্যামেরা সেনসর সাজানো থাকবে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকারও কথা রয়েছে। এছাড়াও ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন দেখা যেতে পারে ফোনের বাঁদিকে সাইডের অংশে। এছাড়াও ফোনের তলার অংশে মাইক্রোফোন, সিম ট্রে, স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সেকেন্ডারি মাইক্রোফোন, IR blaster এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকতে পারে ফোনের উপরের অংশে। কালো রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের এই ফোন। 


ওয়ানপ্লাসের এই ফোনের ব্যাক প্যানেল থাকতে পারে গ্লসি ফিনিশ, অর্থাৎ একটা চকচকে ভাব। এখানে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। ফোনের ব্যাক প্যানেলে উপরের বাঁদিকে এই ক্যামেরা মডিউল সাজানো থাকবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে যে ধরনের ক্যামেরা সেটআপ লক্ষ্য করা গিয়েছিল, অনেকটা সেই ধরনের ক্যামেরা সেটআপ থাকতে চলেছে ওয়ানপ্লাসের নতুন ফোনে। আর এর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান করছেন যে এটিও একটি নর্ড সিরিজের মডেল হতে চলেছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে ওয়ানপ্লাসের এই ফোনে। এর সঙ্গে থাকবে f/1.8 aperture, 3072x4096 ছবির রেজোলিউশন এবং ৫.৬ মিলিমিটার ফোকাল লেংথ। মেন সেনসরের অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওয়ানপ্লাসের এই ফোনে ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে f/2.4 aperture, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এবং 1728x2304 পিকচার রেজোলিউশন থাকার কথা রয়েছে। 


ওয়ানপ্লাস সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করা হয়নি। তাই কবে, কোন ফোন লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে খবর, নতুন ফোন জোরকদমে কাজকর্ম শুরু করে দিয়েছে ওয়ানপ্লাস সংস্থা। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, সময় যত এগোবে এই নতুন ফোন সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসবে।


আরও পড়ুন- শাওমি ১৪ সিরিজ গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হতে চলেছে? কোন কোন ফোন লঞ্চ হবে?