iQoo Neo Smartphones: আইকিউওও নিও ৯ রেসিং এডিশন (iQoo Neo 9 Racing Edition) - এই বিশেষ ফোনটি লঞ্চ হতে পারে চলতি বছরের শেষভাগে। আইকিউওও ৯ সিরিজে (iQoo Neo 9 Series) যুক্ত হবে এই ফোনের নাম। এই স্মার্টফোন সিরিজে ইতিমধ্যেই আইকিউওও নিও ৯ (iQoo Neo 9) এবং আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছিল। এবার সেই দলেই নাম জুড়তে চলেছে আইকিউওও নিও ৯ রেসিং এডিশন- এই মডেলের। এক্ষেত্রে উল্লেখ্য, আইকিউওও নিও ৯ ফোন ভারতে লঞ্চ না হলেও আইকিউওও নিও ৯ প্রো ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু আইকিউওও নিও ৯ রেসিং এডিশনের ফোন ভারতে আদৌ লঞ্চ হবে কিনা, হলে কবে নাগাদ- সেই প্রসঙ্গে কিছু জানায়নি সংস্থা।
আইকিউওও নিও ৯ রেসিং এডিশন- এই ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে এখনও পর্যন্ত
- শোনা যাচ্ছে, এই ফোনে রিয়েলমি জিটি নিও ৬ ফোনের মতো প্রসেসর থাকতে পারে। এই ফোনের কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K 8T LTPO OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসে এই ফোন লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি।
- এই ফোনের ডিসপ্লের 8T LTPO টেকনোলজি ফোন ব্যবহারের সময় পাওয়ার কনজাম্পশন কমাতে সাহায্য করে। আর তার ফলে ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ বজায় থাকে।
- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও নিও ৯ রেসিং এডিশনের ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেনসর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর যা একটি আলট্রা ওয়াইড লেন্স যুক্ত থাকতে পারে। আইকিউওও নিও ৯ মডেলেও এই ক্যামেরা ফিচার রয়েছে।
আইকিউওও নিও ৯ প্রো ফোন
গত ২২ ফেব্রুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, এই ফোনের আর একটি ভ্যারিয়েন্ট যেখানে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে, তার দাম হবে ৩৫,৯৯৯ টাকা। এই ফোন ২১ মার্চ থেকে কেনা যাবে।
আরও পড়ুন- কেমন হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের চার্জিং ফিচার? লঞ্চের আগেই ফাঁস