iQoo Z6 Lite 5G: ভারতে বিক্রি শুরু হয়েছে iQoo Z6 Lite 5G ফোনের। ১৫ হাজার টাকার কমে ভারতে এই ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার উপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। আইকিউওও সংস্থার এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার পুরো চার্জ দিলে ১৮.৫ ঘণ্টা পর্যন্ত অবিচ্ছেদ্য ভিডিও স্ট্রিমিং এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই ফোনে। তবে ফোনের বাক্সে চার্জার নেই।
ভারতে iQoo Z6 Lite 5G ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। Mystic Night এবং Stellar Green- এই দুই রঙে পাওয়া যাচ্ছে ভিভো সাব-ব্র্যান্ডের এই ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এসবিআই কার্ডে ফোন কিনলে ক্রেতারা ২৫০০ টাকা ছাড় পাবেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় বজায় থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনের সঙ্গে বাক্সে চার্জার থাকবে। আলাদা করে কিনতে হবে। ১৪ সেপ্টেম্বর থেকে এই চার্জার কিনতে পারবেন ইউজাররা। অ্যামাজন থেকে কেনা যাবে এই চার্জার। ফোনের সঙ্গে চার্জার কিনলে দাম পড়বে ৩৯৯ টাকা। আর আলাদা ভাবে শুরু চার্জার কিনলে দাম পড়বে ৬০০ টাকা।
এবার দেখে নেওয়া যাক iQoo Z6 Lite 5G ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এটিই বিশ্বের প্রথম ফোন যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও iQoo Z6 Lite 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাপোর্ট।
- iQoo Z6 Lite 5G ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তবে ফোনের সঙ্গে বাক্সে চার্জার থাকবে। আলাদা করে কিনতে হবে।
- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে বিশেষ কুলিং ফিচারের সাপোর্ট। একটানা অনেকক্ষণ গেম খেললে বা সিনেমা, ভিডিও দেখলে ফোন যাতে গরমে হয়ে না যায় সেইজন্য এই বিশেষ ফিচারের সাপোর্ট রয়েছে iQoo Z6 Lite 5G ফোনে।
- এছাড়াও এই ফোনে রয়েছে Extended RAM 2.0 ফিচার। অর্থাৎ ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এর ফলে সাবলীল ভাবে কাজ করবে আপনার ফোন। হ্যাং হওয়া বা স্লো হয়ে যাওয়ার সমস্যা দেখা যাবে না।
- আইকিউওও সংস্থার এই ৫জি ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং Eye Autofocus ফিচার। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর। এছাড়াও ডিসপ্লের উপরে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- দাম কমল স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনের, এখন কত টাকায় কিনতে পারবেন?