iQoo Z7 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone) সংস্থার নতুন ৫জি (5G Phone) ফোন। আগামী ২১ মার্চ লঞ্চ হবে আইকিউওও জেড৭ ৫জি। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে। প্রথম ভ্যারিয়েন্টের দাম হবে ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম হবে ১৯,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হবে ১৭,৪৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ন্টের দাম হবে ১৮,৪৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ২১ মার্চ দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। আর তার বিক্রি শুরু হবে বেলা ১টা থেকে। 


আইকিউওও জেড৭ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন


আইকিউওও জেড৭ ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। FunTouch OS 13- এর সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এই ফোনে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোরর থাকার সম্ভাবনা রয়েছে। আইকিউওও জেড৬ ৫জি ফোনের সাকসেসর হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি AMOLED  ডিসপ্লে থাকতে পারে। সেখানে আবার ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনাও রয়েছে। শোনা যাচ্ছে, এই ফোনে এক শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে ২৫ মিনিটে। 


Samsung Smartphone


গতবছর জুন মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন। ফোন ভারতে লঞ্চ হতে চলেছে চলতি মাসেই, আগামী ২৪ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে স্যামসাংয়ের এই নতুন ৫জি ফোন কেনা যাবে। শোনা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে থাকবে। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি। সম্প্রতি আবার একই দিনে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি - এই দুই ফোন।


আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি, কবে লঞ্চ হবে এই ফোন?