Samsung Galaxy F14 5G: স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে চলতি মাসেই, আগামী ২৪ মার্চ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে স্যামসাংয়ের এই নতুন ৫জি (Samsung Galaxy 5G) ফোন কেনা যাবে। শোনা যাচ্ছে, এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোন পরিচালিত হতে পারে OneUI 5.0- এর সাহায্যে। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে একটি 5nm প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে Exynos 1330 প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি র্যাম। আগামী ২৪ মার্চ বেলা ১২টায় এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে থাকবে। গতবছর জুন মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের আরও ২টি ফোন
স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। একইদিনে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি - এই দুই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা। Awesome Lime, Awesome Graphite, Awesome Violet- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। Awesome Lime, Awesome Graphite এবং Awesome Silver- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন। ২৮ মার্চ থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে।
লাভা ব্লেজ ২
ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ২ ফোন। যদিও লাভা সংস্থা এখনও এই ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ভারতে লাভা ব্লেজ ২ ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার কম। কমলা রঙের শেডে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- এবছর এপ্রিলে ভারতে লঞ্চ হতে পারে নতুন ফোন লাভা ব্লেজ ২, কী কী ফিচার থাকার সম্ভাবনা?