iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে নতুন একটি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। এখনও অবশ্য নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে জুলাই মাসে এই ফোনের টিজার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ই-কমার্স সংস্থা অ্যামাজনও (Amazon India) আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোনের ভারতে লঞ্চ নিশ্চিত করেছে। তাই অনুমান, এই ফোন দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। হয়তো অগস্ট মাসেই এই ফোন লঞ্চ হতে চলেছে। তবে আইকিউওও জেড৭ প্রো ৫জি (iQoo Z7 Pro 5G) ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও কবে লঞ্চ হবে তার আভাস এখনও পাওয়া যায়নি। 


আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই ফোন একটি ৪এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর নিয়ে লঞ্চ হতে পারে।

  • আইকিউওও সংস্থার নতুন ফোন আইকিউওও জেড৭ ফোনের আপগ্রেড ভার্সান হতে চলেছে।

  • আসন্ন ৫জি ফোনে একটি ৪৬০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে। তার উপরের বর্ডার বরাবর মাঝখানে একটা হোল পাঞ্চ কাট আউট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকতে পারে।

  • আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • শোনা যাচ্ছে, এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।

  • এই ফোন ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। 

  • আইকিউওও জেড৭ প্রো ৫জি ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবয়া রয়েছে। 


ভারতে আসছে পোকো সংস্থার ৫জি ফোন


ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি ফোন। আগামী ৫ অগস্ট এই ফোন লঞ্চ হবে দেশে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। প্রায় একবছর আগে লঞ্চ হয়েছিল পোকো এম৫ ফোন। এবার আসছে তার প্রো ভার্সান। বলা হচ্ছে, পোকো এম৬ প্রো ৫জি আসলে পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি ফোন? কেমন দেখতে হতে পারে এই মডেল?