iQoo Z7: আইকিউওও জেড৭ (iQoo Z7) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। এখনও এই ফোন ভারতে লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি আইকিউওও জেড৭ ফোনের একটি সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড৬ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ফোন। চিনে গত বছর অগস্ট মাসে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৬ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৬ এবং আইকিউওও জেড৬এক্স এই দুই ফোন। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আবার লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৬ লাইট ফোন। 


শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে। আপাতত এই ফোনের teal colour variant প্রকাশ্যে এসেছে। অনুমান, আরও কয়েকটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। তবে ভারতে আইকিউওও জেড৭ ফোন কবে লঞ্চ হবে, তার দাম কত হবে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশনই বা থাকবে তা এখনও জানা যায়নি। 


 


Vivo V27 Pro: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ১ মার্চ এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভিভো ভি২৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ প্রো ফোন। 


ভারতে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম কত হতে পারে


শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ প্রো ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এর মধ্যে প্রথম ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। আর তৃতীয় ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪২,৯৯৯ টাকা। তবে এই প্রসঙ্গে ভিভো সংস্থা নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। 


আরও পড়ুন- ভারতে পয়লা মার্চ আসছে ভিভো ভি২৭ প্রো, আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে সম্ভাব্য দাম