iQoo Z9s 5G: আইকিউওও জেড৯এস ৫জি ফোনের (iQoo Z9s 5G) বিক্রি শুরু হয়েছে ভারতে। কেনা যাবে আইকিউওও ইন্ডিয়ার ই-স্টোর (iQoo India e-store) এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে। আইকিউওও জেড৯ সিরিজের (iQoo Z9s 5G Series) এই ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে কয়েকদিন আগে। এর সঙ্গেই লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৯এস প্রো ৫জি ফোনও। এই দুই ফোনের মধ্যে ফিচারে অনেক মিল রয়েছে। প্রো মডেলের বিক্রি আগেই শুরু হয়েছে। এবার বেস মডেলের পালা। আইকিউওও জেড৯এস ৫জি ফোনের দামে রয়েছে ছাড়। 


দেখে নেওয়া যাক আইকিউওও জেড৯এস ৫জি ফোনের দাম ভারতে কত এবং কী কী অফার রয়েছে 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২১,৯৯৯ টাকা। এর পাশাপাশি রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন যার দাম ২৩,৯৯৯ টাকা। Onyx Green এবং Titanium Matte- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো- র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার নতুন ফোন ৫জি ফোন। আইসিআইসিআই, এইচডিএফসি - এই দুই ব্যাঙ্কের কার্ড থাকলে এবং ইএমআই ট্রানজাকশন হলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ১৭,৯৯৯ টাকা। এছাড়াও ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই- এর অপশনও থাকছে ক্রেতাদের জন্য। 


আইকিউওও জেড৯এস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একঝলকে দেখে নিন 



  • এই ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। আর রয়েছে Funtouch OS 14- এর সাপোর্ট। 

  • এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। আইকিউওও জেড৯এস ৫জি ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। 

  • আইকিউওও জেড৯এস ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট রয়েছে। 

  • আইকিউওও সংস্থার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও বেস মডেলে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 


আরও পড়ুন- ভারতে আসছে মোটো রেজর ৫০ ফোন, কবে লঞ্চ? কেমন হবে ডিসপ্লে এবং ক্যামেরা? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।