মালদা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে (RG kar Doctor death Case) কেন্দ্র করে ২০ দিন ধরে আন্দোলন চলছে রাজ্যজুড়ে। যত দিন যাচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নবান্ন অভিযান হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠনের তরফে। ওই দিন বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল গণ্ডগোল হয় পুলিশের। যার জেরে ১৫ জন পুলিশ কর্মী জখম হন বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। গণ্ডগোলের অভিযোগে ওই দিন গ্রেফতারও করা হয় ১২৬ জনকে। পরে গ্রেফতারের সংখ্যা আরও বেড়েছে।
নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের অভিযোগ এনে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। বৃহস্পতিবার RG কর কাণ্ড ও নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানাতে মালদায় মিছিল করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP Rally) তরফে। মালদার (Malda) জেলাশাসকের অফিস ঘেরাও করারও চেষ্টা করা হয়। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদা শহরে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র সদস্যরা পুলিশের ব্যারিকেড সরিয়ে জেলাশাসকের দফতরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিও করতে দেখা যায় মিছিল অংশ নেওয়া বিক্ষোভকারীদের। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদায়।
প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যে বুধবার ১২ ঘণ্টার বনধ করেছে বিজেপি। বৃহস্পতিবার থেকে ধর্মতলায় টানা সাত দিনের ধর্না ও অবস্থান শুরু হয়েছে। এর পাশাপাশি ৬ সেপ্টেম্বর পর্যন্ত থানা ও প্রতিটি জেলাশাসকের দফতর ঘেরাও করার ডাক দিয়েছে তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।