Budget Smartphone: আইটেল (Itel) সংস্থা ভারতে হামেশাই বাজেট স্মার্টফোন (Budget Phone) লঞ্চ করে। এবার আইটেল সংস্থা তাদের 'এ' সিরিজের (Itel A Series) নতুন ফোন লঞ্চ করেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৬০ (Itel A60) মডেল। এই বাজেট ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন। সেখানে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশ। তার উপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) আউট অফ দ্য বক্স- এর সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৬০ ফোন। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। প্রাইমারি ক্যামেরা সেনসরে রয়েছ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচার এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের ৩২ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
আইটেল এ৬০ ফোনের দাম
এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। Dawn Blue, Vert Menthe, Sapphire Black- এই তিন রঙে কেনা যাবে আইটেল এ৬০ ফোন। সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি রিটেল আউটলেট থেকেও কেনা যাবে এই ফোন। জানা গিয়েছে আইটেল এ৬০ ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ফিচার। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই বাজেট স্মার্টফোনে।
Moto G73 5G: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G) ফোন। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। মোটো জি৭৩ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। মোটো জি৭৩ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Lucent White এবং Midnight Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি ফোন। আগামী ১৬ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
আরও পড়ুন- ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটা সংস্থার, এবার কোপ নন-ইঞ্জিনিয়ারদের উপর