Budget Smartphoe: আইটেল (Itel A60s) সংস্থা তাদের বাজেট স্মার্টফোনের (Budget Smartphone) জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ভারতে। কম দামে ভাল ফিচার সম্পন্ন লঞ্চ করে এই সংস্থা। চিনের এই কোম্পানির বেশিরভাগ ফোনের দাম অতত বেস মডেলের দাম ১০ হাজার টাকার কমই থাকে। এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইটেল এ৬০। শোনা যাচ্ছে, এবার তারই একটি আপগ্রেডেড ভার্সান আইটেল এ৬০এস ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনের দাম হবে ৭ হাজার টাকারও কম। ৮ জিবি র্যাম থাকবে এই ফোনে। ৪ জিবি ইনবিল্ট র্যাম, বাকি ৪ জিবি র্যাম এক্সপ্যানশন করা যাবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
আইটেল এ৬০এস বাজেট স্মার্টফোন
অ্যামাজনের ওয়েবসাইটের পেজে বলা হচ্ছে এই ফোনে ৮ জিবি র্যাম থাকবে। ৪ জিবি ফিজিক্যাল র্যাম। বাকি ৪ জিবি ভার্চুয়াল র্যাম। memory fusion প্রযুক্তির সাহায্যে এই র্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো যাবে। এই ফোনের দাম ৭০০০ টাকার কম হবে বলে অনুমান। ৮ জিবি র্যামের ফোন এত কম দামে এর আগে কোনও সংস্থাই সম্ভবত লঞ্চ করেনি। আর তাই মুখিয়ে রয়েছেন টেক-গ্যাজেট প্রেমীরা।
আসন্ন ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার
আইটেল এ৬০এস ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে, এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আয়তাকার ক্যামেরা মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে। ১২৮ জিবি স্টোরেজ নিয়েও একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। Shadow Black, Sunshine Gold, Moonlit Violet, Glacier Green- এইসব রঙে আইটেল এ৬০এস ফোন লঞ্চ হতে পারে। ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এই ফোনে। একটি অক্টা-কোর প্রসেসর থাকারও সম্ভব রয়েছে। এখনও এই ফোন লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। তবে অ্যামাজনের প্রাইম ডে সেল শুরু হচ্ছে ১৫ জুলাই। চলবে পরের দিন ১৬ জুলাই পর্যন্ত। এই সময় আইটেল সংস্থার ফোনটি লঞ্চের সম্ভাবনা রয়েছে।
OnePlus Nord 3: ওয়ানপ্লাস নর্ড ৩ (OnePlus Nord 3) ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন লঞ্চ হচ্ছে ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus Nord 2)- এর সাকসেসর মডেল হিসেবে। প্রায় দু'বছর পর লঞ্চ হতে চলেছে এই সাকসেসর মডেল। আনুষ্ঠানিক লঞ্চের আগে ওয়ানপ্লাস সংস্থা তাদের নতুন ফোনের ডিজাইন এবং বিভিন্ন রঙের অপশন প্রকাশ্যে এনেছে। ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে রয়েছে আইফোন ১২-র মতো ফ্ল্যাট ডিসপ্লে এবং শার্প এজ। এর ফলে ফোনটি একটি মডার্ন লুক পেতে চলেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলেও রয়েছে চমক।
আরও পড়ুন- নিয়মিত মেডিটেশন করলে কী কী উপকার পাবেন? নিয়ন্ত্রণ থাকবে আবেগে, কমবে স্ট্রেস