Budget Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট সেগমেন্টের স্মার্টফোন (Budget Segment Phone)। সাধারণ এইসব ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যেই হয়। ফিচার এবং স্পেসিফিকেশনও থাকে যথেষ্টই ইউজার ফ্রেন্ডলি। তেমনই একটি বাজেট ফোন এবার লঞ্চ হয়েছে ভারতে। আইটেল এ৭০ (Itel A70) ফোন লঞ্চ হয়েছে দেশে। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T603 চিপসেট। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ডুয়াল সিমের সাপোর্ট। আইটেল সংস্থার এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন ভিত্তিক ItelOS- এর সাহায্যে। এই ফোনে একটি ডায়য়ামিক বার ফিচার রয়েছে। 


আইটেল এ৭০ ফোনের দাম এবং কবে থেকে বিক্রি শুরু হবে ও কোথা থেকে কেনা যাবে 


এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ৬৭৯৯ টাকা। আর রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭২৯৯ টাকা। Azure Blue, Brilliant Gold, Field Green, Stylish Black- এই চারটি রঙে ভারতে লঞ্চ হতে চলেছে আইটেল এ৭০ ফোন। আগামী ৫ জানুয়ারি থেকে এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে এবং অ্যামাজন ই-কমার্স সংস্থা থেকে এই ফোন কেনা যাবে। পাওয়া যাবে দেশের বিভিন্ন অফলাইন স্টোরেও। ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের বেস মডেল কেনা যাবে ৫৯৯৯ টাকায়। 


আইটেল এ৭০ ফোনের কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক 



  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো এই ফোনে রয়েছে ডায়নামিক বার ফিচার যেখানে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পাওয়া যাবে। 

  • আইটেল এ৭০ ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়িয়ে মোট ১২ জিবি করা সম্ভব। এছাড়াও ফোনে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের যে প্রাইমারি সেনসর রয়েছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত রয়েছে। 

  • আইটেল এ৭০ ফোন ৮.৬ মিলিমিটার পুরু। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি, ওয়াই-ফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.০, জিপিএস/গ্লোনাস, টাইপ-সি ইউএসবি সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ, কেমন দাম হতে পারে এই সিরিজের বিভিন্ন ফোনের?