Itel Smartphones: আইটেল সংস্থার পাওয়ার সিরিজের (Itel Power Series) দুটো ফোন একই দিনে লঞ্চ হতে চলেছে ভারতে। আইটেল পি৫৫ (Itel P55) এবং আইটেল পি৫৫ প্লাস (Itel P55 Plus) - এই দুই ফোন লঞ্চ হবে দেশে। ৮ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল এই দুই ফোন লঞ্চ হবে ভারতে। লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে আইটেল পি৫৫ এবং আইটেল পি৫৫ প্লাস ফোন দু'টি। অ্যামাজনের ওয়েবসাইটে তৈরি হয়েছে মাইক্রোসাইট। সেখানে এই দুই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশ সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আইটেল পাওয়ার সিরিজের এই দুই ফোনে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটো ফোনেই থাকতে চলেছে ডুয়াল টোনের ফিনিশ। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট এবং সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। কালো এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে।
আইটেল পি৫৫ সিরিজের ফোনে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সংস্থার দাবি মাত্র ৩০ মিনিটে ফোনের ৭০ শতাংশ চার্জ হয়ে যাবে। চার্জিংয়ের তিনটি পর্যায় থাকবে। হাইপারচার্জ মোডে শূন্য থেকে ২৫ শতাংশ চার্জ হবে ১০ মিনিটে। লো টেম্পারেচার চার্জিং মোডে ফোন অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হবে। কম ওয়াটের মাধ্যমে এই মোডে ফোনে চার্জ হবে। এছাড়াও থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড স্মার্ট চার্জ মোড।
আইটেল পি৫৫ এবং আইটেল পি৫৫ প্লাস ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সিস্টেম থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসরের সঙ্গে একটি সেকেন্ডারি ক্যামেরা সেনসর থাকবে, যার প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কোনও তথ্য জানা যায়নি। এই ফোনে ১৬ জিবি র্যাম থাকবে, যার মধ্যে কিছুটা ভার্চুয়াল র্যাম। আর থাকবে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
আইটেল পাওয়ার সিরিজের আসন্ন দুই ফোন আইটেল পি৫৫ এবং আইটেল পি৫৫ প্লাস মডেল আসলে পিটেল পি৪০ এবং আইটেল পি৪০ প্লাস- এই দুই ফোনের সাকসেসর মডেল। আইটেল পি৪০ ভারতে লঞ্চ হয়েছিল ৭৬৯৯ টাকায়। আর আইটেল পি৪০ প্লাস ফোন লঞ্চ হয়েছিল ৮০৯৯ টাকায়। গত বছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল।
আরও পড়ুন- আরও বেশি র্যাম-স্টোরেজ নিয়ে ভারতে হাজির ইনফিনিক্স স্মার্ট ৮, দাম কিন্তু ৮০০০ টাকারও কম !