Itel S24 India Launch: আইটেল (Itel Smartphones) সংস্থার ফোন আইটেল এস২৪ (Itel S24) মার্চ মাসে লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। শোনা গিয়েছে, এবার এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। খুব তাড়াতাড়ি এই ফোন আসছে দেশে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে আইটেল এস২৪ ফোনের ডিজাইন এবং কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আইটেল এস২৪ ফোন লঞ্চের দিন একটি অফারও পাবেন ক্রেতারা। সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে টিজারে। বলা হচ্ছে, আইটেল এস২৪ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ডিজাইন এবং ফিচার হতে চলেছে ভারতীয় মডেলের। আইটেল এস২৩ ফোনের সাকসেসর হিসেবে আইটেল এস২৪ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এক্স মাধ্যমে আইটেল এস২৪ ফোন ভারতে লঞ্চের কথা ঘোষণা করেছে সংস্থা।
অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার মাইক্রোসাইটে আইটেল এস২৪ ফোনের দামের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, সেখান থেকে অনুমান হয়তো ভারতে এই ফোন ১০ হাজার টাকার কম দামে লঞ্চ হতে পারে। এছাড়াও জানা গিয়েছে, ক্রেতারা এই স্মার্টফোন কিনলে একটি আইটেল আইকন স্মার্টওয়াচ পেয়ে যাবেন একদম বিনামূল্যে। এটি হল লঞ্চ ডে অফার। তাই যেদিন ফোন লঞ্চ হবে সেই দিনই ক্রেতারা এই সুবিধা পাবেন। আইটেল সংস্থার এই আইকন স্মার্টওয়াচের দাম ২০৯৫ টাকা।
এবার দেখে নেওয়া যাক আইটেল এস২৪ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে
- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে।
- এছাড়াও এই ফোনে একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকতে পারে। সূর্যালোকের সংস্পর্শে এসে ফোনের রেয়ার প্যানেলের রং পরিবর্তন হবে।
- আইটেল এস২৪ ফোনের রেয়ার প্যানেলে বড় গোলাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। সেখানে দুটো ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। অর্থাৎ আইটেল এস২৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে।
- আইটেল সংস্থার আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।
- এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এছাড়াও ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। সেখানে থ্রি এক্স ইন সেনসর জুম এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এই মেন সেনসরের সঙ্গে একটি ডেপথ সেনসর থাকার কথা রয়েছে।
আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট, দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।