Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) ফোনের নতুন একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। এবার ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি (8 GB RAM And 128 GB Storage) স্টোরেজ নিয়ে নতুন মডেল লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কফিগারেশনের দাম ১৫,৯৯৯ টাকা। এর আগে মার্চ মাসে স্যামসাংয়ের এই ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম নিয়ে। দুই ভ্যারিয়েন্টেই ছিল ১২৮ জিবি স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের এই দুই ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল যথাক্রমে ১২,৯৯৯ টাকা (৪ জিবি র‍্যাম) এবং ১৪,৯৯৯ টাকা (৬ জিবি র‍্যাম)। 


স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ১০০ টাকার ব্যাঙ্ক অফার অথবা আপগ্রেড বোনাস পাবেন। সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম যুক্ত ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ১১,৯৯৯ টাকা, ১৩,৯৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকা। Ash Black, Groovy Violet, Jazzy Green- এই তিন রঙে ভারতে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন আপনি। 


স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন কেনার আগে 



  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে। 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 5.0 - এর সাহায্যে পরিচালিত হয় ফোন। 

  • স্যামসাং জানিয়েছে চার বছরের অপারেটিং সফটওয়্যার এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। স্যামসাংয়ের দাবি, একবার পুরো চার্জ দিলে ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও কানেক্টিভিটি হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ওয়া-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, টাইপ-সি ইউএসবি সাপোর্ট। এই ফোনের ওজন প্রায় ২১৭ গ্রাম। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! রিয়েলমির নতুন মডেলে কী কী চমক থাকছে ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।