Itel TWS Earbuds: আইটেল টি১১ প্রো (Itel T11 Pro) ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (TWS Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। দেড় হাজার টাকারও কমে কেনা যাবে এই ইয়ারবাডস। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার এই ইয়ারবাডস। এখানে রয়েছে ১৩ মিলিমিটারের ড্রাইভার এবং ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সাপোর্ট। টাচ কন্ট্রোল রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। আইটেল টি১১ প্রো মডেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এই ইয়ারয়াবডস একটি সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফলে ঘাম এবং জলে সহজে নষ্ট হবে না ইয়ারবাডস। তাই শরীরচর্চা করার সময় ইউজাররা অনায়াসে এই ইয়ারবাডস ব্যবহার করতে পারবেন। আইটেল সংস্থার তাদের এই ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত ৪২ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইমের সাপোর্ট পাওয়া যাবে।
ভারতে আইটেল টি১১ প্রো ইয়ারবাডসের দাম কত এবং কোথা থেকে কোন কোন রঙে এই ডিভাইস কেনা যাবে, জেনে নিন
আইটেল টি১১ প্রো ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ভারতে ১২৯৯ টাকা। Aurora Blue এবং Ashy Green - এই দুই রঙে কেনা যাবে আইটেল সংস্থার নতুন ইয়ারবাডস। ইউজাররা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন রিটেল আউটলেট থেকে এই ইয়ারবাডস কিনতে পারবেন।
আইটেল টি১১ প্রো ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ১৩ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এইইয়ারবাডসে। এছাড়াও রয়েছে একটি ২৬০ ডিগ্রি bass technology যার সাহায্যে ইউজাররা দুর্দান্ত অডিও কোয়ালিটির অভিজ্ঞতা পাবেন এই ইয়ারবাডসে।
- আইটেল সংস্থার এই ইয়ারবাডসের অনেকটা এয়ারপডসের মতো স্টেম ডিজাইন রয়েছে। চারটি মাইক্রোফোন রয়েছে এই ইয়ারয়াবডসে। যখন ফোনের সঙ্গে এই ইয়ারয়াবডস যুক্ত থাকবে এবং ফোনকল আসবে তখন ইয়ারবাডসের সাহায্যে কথা বললে আশপাশে অবাঞ্ছিত শব্দ এড়াতে সাহায্য করবে এআই যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার।
- ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে আইটেল টি১১ প্রো ইয়ারবাডসে সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব পর্যন্ত এই ব্লুটুথ কানেক্টিভিটি বজায় থাকবে। এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। জলের ঝাপটায় সহজে ইয়ারবাডস নষ্ট হবে না।
- আইটেল সংস্থার এই ইয়ারবাডসের টাচ কন্ট্রোল ফিচারের সাহায্যে ফোনে আসা ফোনকল সহজে ধরা এবং কেটে দেওয়া যাবে। তবে এর জন্য স্মার্টফোনের জন্য ইয়ারবাডস পেয়ার বা সংযুক্ত থাকা প্রয়োজন।
- ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব। মাত্র ১০ মিনিটের চার্জে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ইয়ারবাডস চালানোর মতো ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।