5G Service In India: রিলায়েন্স জিও আগামীকাল থেকে চারটি শহরে True 5G-র বিটা পরিষেবা শুরু করবে। এই বিটা পরিষেবাগুলি দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসী থেকে শুরু হবে। সংস্থা জানিয়েছে, এই পরিষেবাটি প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে উন্নত 5G পরিষেবা হবে। তাই এই পরিষেবার নাম দেওয়া হয়েছে True 5G। Jio থেকেই ব্যবহারকারীদের সিম বদলে না করে বিনামূল্যে 5G পরিষেবা দেওয়া হবে।
ব্যবহারকারীদের জন্য Jio TRUE 5G স্বাগত অফার
1. Jio True 5G পরিষেবা দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসীতে চালু হবে৷
2. এর মাধ্যমে গ্রাহকরা 1 Gbps + গতিতে সীমাহীন 5G ডেটা পাবেন।
3. অন্যান্য শহরে 5G পরিকাঠামো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই শহরগুলিতেও 5G পরিষেবা পাওয়া যাবে৷
4. যতক্ষণ না কভারেজ ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সেই শহরে উন্নত হয় ততক্ষণ ব্যবহারকারীরা বিটা ট্রায়ালের মাধ্যমে বিনামূল্যে 5G পরিষেবা পাবেন।
5. Jio স্বাগত অফারের মাধ্যমে কোনও গ্রাহককে Jio সিম বা হ্যান্ডসেট পরিবর্তন করতে হবে না, তারা স্বয়ংক্রিয়ভাবে 5G পরিষেবা পাবেন৷
6. Jio 5G হ্যান্ডসেটের জন্য স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে কাজ করছে। যাতে ব্যবহারকারীরা ডিভাইসের মাধ্যমে আরও ভাল অভিজ্ঞতা পেতে পারেন।
Jio True 5G এটি বিটা পরিষেবা
কোম্পানি বলছে যে এটি বিটা টেস্টিং। সম্পূর্ণ লঞ্চের আগে বিটা টেস্টিং হল ট্রায়াল ফেজ, যেখানে গ্রাহকের মতামত নেওয়া হয়। পরবর্তীকালে এর প্রতিক্রিয়ার ওপর উপর ভিত্তি করে, জিনিসগুলি পরিবর্তন করা হয়। Jio জানিয়েছে, কোম্পানি তার 425 মিলিয়ন ব্যবহারকারীদের 5G পরিষেবার একটি নতুন অভিজ্ঞতা দিতে চায়। এর মাধ্যমে ভারতকে ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করতে চায় কোম্পানি।
4G পুরনো হবে
Jio-এর লক্ষ্য আগামী দিনে 5G আর্কিটেকচার প্রস্তুত করা ও 4G নেটওয়ার্কের উপর নির্ভরতা দূর করা। এর মাধ্যমে Jio ব্যবহারকারীরাও একটি ভিন্ন অভিজ্ঞতা পাবেন। ভিডিও কলিং, গেমিং, ভয়েস কলিং বা প্রোগ্রামিং যাই হোক না কেন তাতেই এই দ্রুত অভিজ্ঞতা পাবেন ইউজাররা
5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?
নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।
5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে। অনুমান করা হচ্ছে, ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে 5G সম্পর্কিত ব্যবসা। 4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।