Jio Games Watch: রিলায়েন্স জিও (Reliance Jio) একটি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম (Streaming Platform) লঞ্চ করেছে। রিলায়েন্সের এই নতুন মাধ্যমের নাম জিও গেমস ওয়াচ (Jio Games Watch)। বিভিন্ন জিও ডিভাইস থেকে এক ক্লিকেই দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স লাভ করতে পারবেন ইউজাররা। শুধু তাই নয়, এখানে থাকতে চলেছে লাইভ গেম স্ট্রিমিংয়ের সুবিধাও। জিওর এই গেমিং প্ল্যাটফর্মের লক্ষ্য হল low latency মোডেও ক্রিয়েটররা যাতে লাইভ থাকতে পারেন সেই সুবিধা দেওয়া। এর মাধ্যমেই নিজেদের সেরা কনটেন্ট সকলের সামনে তুলে ধরতে পারবেন ক্রিয়েটররা। এর পাশাপাশি যেহেতু জিও গেমস ওয়াচ একটি লাইভ গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাই একসঙ্গে অনেক ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। আর ভিউয়ারদের জন্য তাঁরা বিভিন্ন ইভেন্ট যেমন অডিয়েন্স পোলের মতো বিষয় চালু করতে পারবেন। এর ফলে প্রতিযোগিতাতেও এগিয়ে থাকবেন গেমের ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সাররা।


জিও গেমস ওয়াচে কী কী সুবিধা পাওয়া যাবে


একছাদের তলায় এক ক্লিকেই অনেক সুবিধা পাবেন গেমাররা। লাইভ গেমপ্লে থেকে বেস্ট কনটেন্ট খুঁজে পাবেন ইউজাররা। যাঁরা লাইভ গেম স্ট্রিম করবেন তাঁরা অন ডিমান্ড ভিডিও লাইভ স্ট্রিম করার সুযোগও পাবেন। ক্রস প্ল্যাটফর্মের সুবিধাও থাকবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অর্থাৎ জিও গেমস ওয়াচের ক্ষেত্রে জিও স্টে টপ বক্স- এর হোমস্ক্রিন কিংবা একটা স্মার্টফোন ভার্সান, দু’রকমের পরিষেবাই পাওয়া যাবে।


ভারতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে জিও গেমস অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইউজাররা। এই অ্যাপে এবং জিওর সেট টপ বক্সে জিও গেমস ওয়াচের সুবিধা পাওয়া সম্ভব। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিয়েটররা সরাসরি ভিউয়ারদের সঙ্গে যুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বিভিন্ন ইস্পোর্টস ইভেন্ট। কোনও রকম বাফারিং ছাড়াই ক্রিয়েটররা তাদের সৃষ্টি বা তৈরি করা গেম লাইভ স্ট্রিম করার সুযোগ পাবেন। বিভিন্ন রেজোলিউশনের অপশনও থাকছে। ফুল এইচডি, এইচডি ছাড়া লো ল্যাটেন্সি মোডের ক্ষেত্রেও উপযুক্ত রেজোলিউশন থাকবে।


জিও গেমস অ্যাপে ইতিমধ্যেই জিও গেমস ওয়াচ লাইভ হয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডের জন্য আর অ্যাপেল প্লে স্টোর থেকে আইওএস ডিভাইসের জন্য এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডাউনলোড করতে পারবেন আগ্রহীরা।


আরও পড়ুন- রেডমি 'কে৫০' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে, থাকবে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর