Jio New Recharge Plans: খরচ বেড়েছে মোবাইল রিচার্জের (Mobile Recharge Plans)। জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া সব সংস্থাই রিচার্জ প্ল্যানে ট্যারিফ (Rechrage Plan Tariff) বাড়িয়েছে। জিও-র (Jio News Recharge Plans) নতুন রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে আজ অর্থাৎ ৩ জুলাই থেকে। ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে আগামীকাল অর্থাৎ ৪ জুলাই থেকে। বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ইনফোকম। বেশিরভাগ গ্রাহকই একসঙ্গে ৮৪ দিনের রিচার্জ করেন। তার জেরে কিছুটা সস্তাও হয় রিচার্জের খরচ। এই ৮৪ দিনের নিরিখে জিও-র রিচার্জের খরচ কতটা বেড়েছে আগের তুলনায় দেখে নেওয়া যাক।


জিও- র ৮৪ দিনের রিচার্জ প্ল্যান, আগে কত ছিল, এখন কত হয়েছে 



  • আগে ৩৯৫ টাকায় ৮৪ দিনের জন্য গ্রাহকরা পেতেন ৬ জিবি ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৪৭৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়েছে ৮৪ টাকা। 

  • আগে ৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি করে ৮৪ দিনের জন্য ডেটা পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৭৯৯ টাকা। একধাক্কায় এই রিচার্জ প্ল্যানের খরচ ১৩৩ টাকা বাড়িয়েছে জিও। 

  • আগে ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে ২ জিবি ডেটা পেতেন প্রতিদিন, মোট ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৮৫৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়েছে ১৪০ টাকা। 

  • আগে ৯৯৯ টাকায় ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেতেন ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১১৯৯ টাকা। এই প্ল্যানের রিচার্জ করলে আগের তুলনায় ২০০ টাকা বেশি খরচ পড়বে ইউজারদের। 


এই সমস্ত রিচার্জ প্ল্যানের খরচ বেড়েছে। তবে পরিষেবা একই রয়েছে। 


দীর্ঘমেয়াদি জিও- র অন্যান্য রিচার্জ প্ল্যানের খরচ কত বেড়েছে আগের তুলনায় 



  • এতদিন ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যায় ৩৩৬ দিনের জন্য। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯৯ টাকা। যাঁরা জিও- র এই প্ল্যান রিচার্জ করেন তাঁদের এবার থেকে ৩৪০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। 

  • ২৯৯৯ টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা পেতেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। জিও- র এক বছরের এই রিচার্জ প্ল্যানের খরচ একধাক্কায় ৬০০ টাকা বেড়ে গিয়েছে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে ক্যামেরা ! কোথা থেকে কিনতে পারবেন ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।