Fujifilm Instax Mini SE: আপনি কি ছবি তুলতে ভালবাসেন? তাহলে ক্যামেরা (Camera) কেনার শখ থাকা স্বাভাবিক। তবে সাধারণত ক্যামেরা এবং লেন্সের যা দাম তার জেরে অনেক সময়েই নিজের সাধ-আহ্লাদকে বিরত রাখতে হয়। কিন্তু এবার আপনার জন্য ১০ হাজার টাকারও কমে ক্যামেরা নিয়ে এসেছে ফুজিফিল্ম (Fujifilm)। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই (Fujifilm Instax Mini SE) মডেল। এখনই অবশ্য কিনতে পারবেন না। আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর অনলাইন, অফলাইন দুই মাধ্যমেই এই ক্যামেরা কেনা যাবে। 


ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরা দাম দেশে কত, কবে থেকে শুরু বিক্রি, কোথা থেকে কেনা যাবে- জেনে নিন খুঁটিনাটি তথ্য 



  • ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরার মিনি এসই ফান প্যাক যেখানে ১০টি শটস নেওয়া যাবে তার দাম ৮৪৯৯ টাকা। 

  • অন্যদিকে ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরার মিনি এসই জয় প্যাক যেখানে ৪০টি শটস নেওয়া যাবে তার দাম ৯৯৯৯ টাকা। 

  • প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিটি শটে একটি করে মিনি ফিল্মের শিট পাওয়া যাবে। 


আগামী ১০ জুলাই থেকে ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরার বিক্রি শুরু হচ্ছে ভারতে। ইনস্ট্যাক্স ইন্ডিয়ার ওয়েবসাইট এবং নির্দিষ্ট রিটেল স্টোর (অফলাইন) কেনা যাবে এই ক্যামেরা। ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরা লঞ্চ হয়েছে নীল, সবুজ, হাল্কা ধূসর, গোলাপি এবং পার্পল রঙে। 


ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরায় কী কী ফিচার রয়েছে দেখে নিন 



  • ছবি তোলার আগে ম্যানুয়ালি ইউজাররা এক্সপোজার লেভেল নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্রাইটনেস কন্ট্রোল ডায়ালের মাধ্যমে এই কাজ করা সম্ভব। উজ্জ্বল আলোর মধ্যে ছবি তোলার ক্ষেত্রে এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

  • ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরার সাইজ ৮৬x৫৪ মিলিমিটার। এর ফলে এই ক্যামেরার মাধ্যমে ৬২x৪৬ মিলিমিটার এলাকার ছবি তোলা সম্ভব। 

  • মাত্র ৯০ সেকেন্ডের এই ক্যামেরার ফিল্ম তৈরি হয়ে যায়। এর পাশাপাশি ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরাতে একটি 0.4x ভিউফাইন্ডার রয়েছে যা বেশ সহজেই একটি টার্গেট স্পট দেখায় শট ফ্রেম করার সময়। 

  • ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি এসই ক্যামেরা একটি ৬০ মিলিমিটার ফোকাল লেংথ এবং ১/৬০ সেকেন্ডের শাটার স্পিড পাওয়া যাবে। 


আরও পড়ুন- সোনালি রঙের ক্যামেরা মডিউল, এআই যুক্ত সেনসর, রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজের মূল আকর্ষণ ক্যামেরাই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।