Jio Unchanged Recharge Plans: জিও থেকে এয়ারটেল, ভোডাফোন প্রায় সকলেই দাম বাড়িয়েছে তাদের রিচার্জ প্ল্যানগুলির (Recharge Plan Hike)। এর জেরে গ্রাহকদের মধ্যে দানা বেঁধেছে ক্ষোভ ও অসন্তোষ। তবে ট্যারিফ বৃদ্ধি নিয়ে এত অসন্তোষ থাকলেও জিও-র কিছু প্ল্যানের দাম বাড়ানো হয়নি। রিলায়েন্স জিও তাদের কিছু প্ল্যানের দাম আগের মতোই রেখে দিয়েছে। তবে দাম বদলানো হয়নি মানে এই নয় যে প্ল্যানে কিছু বদল আসেনি। যে প্ল্যানগুলির দাম বদলানো হয়নি, সেগুলির প্ল্যান ডিটেলসে কিছু বদল এনেছে। অর্থাৎ কতদিন পর্যন্ত কোন প্ল্যান উপলব্ধ, কতগুলি কল, কত জিবি ডেটা ও কতগুলি এসএমএস করতে দেওয়া হবে, সেগুলিতেই বদল আনা হয়েছে।
কোন কোন প্ল্যানগুলির দামে কোনও বদল হয়নি ?
এই তালিকায় রয়েছে। জিও-র চারটি প্ল্যান। এই প্ল্যানগুলি যথাক্রমে ২৩৯ টাকা, ৬৬৬ টাকা, ৭১৯ টাকা ও ৭৪৯ টাকা। দাম বদলানো না হলে কী বদল এল তবে প্ল্যানগুলিতে ? দেখে নেওয়া যাক বিশদে।
কী কী বদল আনা হয়েছে একই দামের প্ল্যানে?
২৩৯ টাকা
আগে যা ছিল - ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২৮ দিন ভ্যালিডিটি।
এখন যা হল - ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২২ দিন ভ্যালিডিটি। এই প্ল্যানে ৫জি পাওয়া যাবে না।
৬৬৬ টাকা
আগে যা ছিল - ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৮৪ দিন ভ্যালিডিটি।
এখন যা হল - ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৭০ দিন ভ্যালিডিটি। অর্থাৎ ১৪ দিন কম পরিষেবা পাওয়া যাবে। এই প্ল্যানে ৫জি ডেটার সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।এখন থেকে শুধু প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটার প্যাকেই ৫জি স্পিড পাওয়া যাবে।
৭১৯ টাকা
আগে যা ছিল - ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৮৪ দিন ভ্যালিডিটি।
এখন যা হল - ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৮৪ দিন ভ্যালিডিটি। অর্থাৎ ১৪ দিন কম পরিষেবা পাওয়া যাবে।
৭৪৯ টাকা
আগে যা ছিল - ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২০ জিবি ডেটা অতিরিক্ত। ৯০ দিন ভ্যালিডিটি।
এখন যা হল - ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২০ জিবি ডেটা অতিরিক্ত। ৭২ দিন ভ্যালিডিটি। অর্থাৎ ১৮ দিন কম পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন - Airtel Data Breach: Airtel হোক বা Jio, আপনার সিম হ্যাক হতে পারে যখন তখন, বুঝবেন কীভাবে ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।