নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১০ সেপ্টেম্বর আসতে চলেছে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next। গুগলের সঙ্গে জোট বেঁধে এই বাজেট ফোন আনতে চলেছে কোম্পানি। নতুন লিকস বলছে, ন্যূনতম ৫০০ টাকা দিলেই পাওয়া যাবে এই ফোন।
JioPhone Next-এর দাম
আগে শোনা যাচ্ছিল, ৪,০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে এই ফোন।টিপস্টার যোগেশের মতে, ভারতে ৩৪৯৯টাকা দাম হতে চলেছে ফোনের। বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার। যদিও নতুন রিপোর্ট বলছে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। যার বেস ভ্যারিয়েন্টের দাম হবে ৫০০০টাকা। টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়। তবে ১০ শতাংশ ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন ক্রেতা। বাকিটা দিতে হবে কিস্তিতে। ব্যাঙ্কের মাধ্যমেই হবে এই কিস্তির লেনদেন।তবে এই কিস্তির জন্য ক্রেতাকে সুদ দিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
ফোন বেঁচতে SBI-এর সঙ্গে জোট ?
ET Now-এর রিপোর্ট বলছে, ফোনের বিক্রির জন্য বেশকিছু ব্যাঙ্কের সঙ্গে জোট বেঁধেছে রিলায়েন্স।যার মধ্যে নাম রয়েছে SBI ছাড়াও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের। এই তালিকায় রয়েছে Piramal Capital, IDFC First Assure ও DMI Finance। আগামী ৬ মাসে ৫ কোটি JioPhone Next বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। এই ফোন বিক্রি করে ১০ হাজার কোটি টাকার ব্যবসা করতে চায় রিলায়েন্স জিও।
JioPhone Next স্পেসিফিকেশন
টেক সাইটগুলির কথা সত্যি ধরলে, JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে কোম্পানি। সঙ্গে থাকবে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। নতুন মডেলে ২ জিবি বা ৩ জিবির RAM থাকতে পারে। সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২ জিবির দুটো ভ্যারিযেন্ট আনতে পারে জিও।
ফোনের চিপসেট- ইতিমধ্যেই ফোন নিয়ে ট্যুইটে বুট স্ক্রিনের ছবি প্রকাশ্যে এনেছেন এক টিপস্টার। যেখানে লেখা রয়েছে, 'JioPhone Next Created with Google'। নতুন ফোনের মডেল নম্বর LS-5701-J। প্রথম থেকেই নতুন স্মার্টফোনে 720x1440 ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হবে। তবে এন্ট্রি লেভেলের স্মার্ট ফোন হওয়ায় উন্নত মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়নি ফোনে। দামের কথা মাথায় রেখে Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।
সম্ভাব্য ক্যামেরা স্পেকস
৮টা কোরের বদলে এই নতুন ফোনে থাকছে চারটে কোরের প্রযুক্তি। যার সঙ্গে Qualcomm Adreno 308 GPU দিচ্ছে কোম্পানি। LPDDR3 RAM দেওয়ার কথা রয়েছে জিও ফোন নেক্সটে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে না বড়সড় চমক। সব মিলিয়ে ফোনে দুটি ক্যামেরা সেন্সর দিচ্ছে কোম্পানি।টিপস্টার রহমানের দাবি, সেলফি তোলার জন্য ফোনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে কোম্পানি। ফোনে থাকতে পারে ২৫০০ এমএএইচের ব্যাটারি।