নয়াদিল্লি: গুগলের সঙ্গে গাটছড়া বেঁধে এবার 'এন্ট্রি-লেভেল' স্মার্টফোন আনতে চলেছে রিলায়েন্স জিও(Reliance Jio)। সেপ্টেম্বরে বাজারে আসার আগেই প্রকাশ্যে চলে এল ফোনের কিছু তথ্য। কোম্পানির দাবি, বিশ্বে সস্তার স্মার্টফোনের তকমা পাবে জিওর নতুন ফোন।
কে করল তথ্য ফাঁস ?৪৪তম কোম্পানির বার্ষিক সভায় আগেই এই ফোনের বিষয়ে জানিয়েছিল রিলায়েন্স। গুগলের সঙ্গে জোট বেঁধে নতুন জিও ফোনের কথা বলেছিল কোম্পানি। যার পর থেকেই এই ফোন নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে। নতুন করে এই কৌতূহলে হাওয়া দিয়েছে সাম্প্রতিক একটি ট্যুইট। যেখানে জিও-র আগামী ফোনের বিষয়ে কিছু তথ্য ফাঁস করেছেন এক্সডিএ ডেভেলপারসের প্রধান মিশাল রহমান।
JioPhone Next-এর স্পেসিফিকেশনট্যুইটে ফোনের বুট স্ক্রিনের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। যেখানে লেখা রয়েছে, 'JioPhone Next Created with Google'। নতুন ফোনের মডেল নম্বর LS-5701-J। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন।নতুন স্মার্টফোনে 720x1440 ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হবে। তবে এন্ট্রি লেভেলের স্মার্ট ফোন হওয়ায় উন্নত মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়নি ফোনে। দামের কথা মাথায় রেখে Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।
সম্ভাব্য ক্যামেরা স্পেকস৮টা কোরের বদলে এই নতুন ফোনে থাকছে চারটে কোরের প্রযুক্তি। যার সঙ্গে Qualcomm Adreno 308 GPU দিচ্ছে কোম্পানি। LPDDR3 RAM দেওয়ার কথা রয়েছে জিও ফোন নেক্সটে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে না বড়সড় চমক। সব মিলিয়ে ফোনে দুটি ক্যামেরা সেন্সর দিচ্ছে কোম্পানি। রহমানের দাবি অনুযায়ী, সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে কোম্পানি।
JioPhone Next-এর দামফোনে আগে থেকে ‘DuoGo'থাকছে।বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার। ভারতে ৪০০০ টাকার নীচে আসতে পারে ফোন। তবে এখন দামের বিষয়ে কোনও খোলসা করেনি জিও। আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাজারে আসতে চলেছে জিওর এই ফোন।