Karnataka Woman Lost 18 Lakh: বাড়িতেই চিঠি এসেছিল। একটি নামকরা সংস্থার নামে মুখ বন্ধ করা খামের চিঠি। ৪৫ বছর বয়সি সঞ্জনার নামে সেই চিঠি আসে। চিঠিটা খুলতে তিনি একটি স্ক্র্যাচ কার্ড পান। কার্ডটি স্ক্র্যাচ করার পর দেখা যায় ১৫ লাখ টাকা জিতেছেন সঞ্জনা। একটি লটারির বিনিময়ে এই টাকা জিতেছেন তিনি। কিন্তু টাকা তো আর এমনি এমনি পাওয়া যায় না। তার জন্য কিছু নিয়মকানুন মানতে হবে। এর পর সংস্থার থেকে সেই নিয়মকানুন জানাতে একটি ফোন আসে। ফোনে বলা হয়, স্ক্র্যাচ কার্ডের টাকা পেতে হলে কর দিতে হবে। করের পরিমাণ কমবেশি ৩০ শতাংশ। কর্ণাটকে লটারি খেলা নাকি বেনিয়ম। তাই এই কর দিতে হবে।


সব মিলিয়ে ১৮ লাখ


মধ্যবয়স্ক ওই মহিলা তখন কর দিতে রাজি হয়ে যান। তাঁকে একটি অ্যাকাউন্ট নম্বর পাঠান ফোনের ওপারে থাকা ব্যক্তিরা। অদ্ভুতভাবে ৩০ শতাংশ কর ছাড়াও আরও বেশ কিছু টাকা পাঠাতে হয়েছিল তাঁকে। সব মিলিয়ে টাকার পরিমাণ ছিল ১৮ লাখ। যা মূল বিজীত অঙ্কের থেকে তিন লাখ বেশি। কোনওরকম সন্দেহ না করেই কয়েক মাস ধরে সেই টাকা পাঠিয়ে যান মহিলাটি। টাকা পাঠানো শেষ যেদিন হল, সেদিনই তিনি বুঝতে পারলেন এর ফাঁদ। জানা গেল, ওই ফোনটি আসত একজন অনলাইন প্রতারকের কাছ থেকে। তাঁর পাতা ফাঁদেই পা দিয়েছেন তিনি। আর দিতেই খুইয়েছেন ১৮ লাখ টাকা !


সম্প্রতি কর্ণাটকের ওই মহিলা এই ঘটনা ঘটার পর পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, মহিলা মোট ১৮,৪০,১৬৮ টাকা অনলাইন প্রতারকদের পাঠিয়ে ছিলেন। 


স্ক্র্যাচ কার্ড স্ক্যাম আদতে কী ?


ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার দিয়ে স্ক্র্যাচ কার্ড প্রায়ই দিয়ে থাকে বিভিন্ন সংস্থাগুলি। এই ক্ষেত্রেও তাই করা হয়। প্রথমে স্ক্র্যাচ কার্ড পাঠানো হয়। সেখানে ওই ব্যক্তি টাকা জিতেছেন দাবি করে অনলাইন প্রতারকেরা। এর পর নানা ছুতোয় তাঁর কাছ থেকে টাকা দেওয়ার জন্য টাকা আদায় করেন। অথবা ব্যাঙ্কের তথ্য চেয়ে টাকা তুলে নেয়। 


স্ক্র্যাচ কার্ড স্ক্যাম থেকে বাঁচতে হলে কী করণীয় ?



  • স্ক্র্যাচ কার্ডের দাবি সঠিক কি না জানতে সংস্থার অফিসিয়াল সাইটের তথ্য দেখুন।

  • কাস্টমার কেয়ার থেকে জেনে নিন।

  • নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না।

  • প্রলোভনের ফাঁদে পা না দেওয়াই ভাল।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Cyber Scam: 'পুলিশ' ফোন করে ঘুষ চাইছে ? না দিলে 'গ্রেফতার'! খপ্পরে পড়েছেন