Keeway Benda V302 C Price: কদিন আগেই দেশের বাজারে তাদের ২৫০ লাইট বাইক নিয়ে এসেছিল কিওয়ে। এবার ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন মডেল Keeway V302C। এই নিয়ে ভারতে তাদের চারটি বাইক লঞ্চ করল কোম্পানি।


New Cruiser Bike: ইঞ্জিনের শক্তি ও দাম
Keeway V302C আসলে একটি ৩০০ সিসি বিভাগের ববার। নাম থেকেই বোঝা যাচ্ছে, Keeway V302C-তে একটি V-টুইন ইঞ্জিন রয়েছে, যা একে ভারতে কিওয়ের দ্বিতীয় V-টুইন মোটরসাইকেল বানিয়েছে। Keeway V302C-এর দাম ৩.৮৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে৷ তিনটি রঙে এই বাইকেপাবেন ক্রেতা। প্রতিটি রঙের জন্য আলাদা দাম ধরা হয়েছে।


Keeway Benda V302 C 
এই বাইকে একটি 298cc 4V সিলিন্ডার দিয়েছে কোম্পানি। এই ইঞ্জিনেও SOHC প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 8,500 rpm-এ প্রায় 30 bhp শক্তি ও 6,500 rpm-এ সর্বাধিক 26.5 Nm টর্ক উৎপন্ন করে৷ এই বাইকে একটি 6-স্পিড গিয়ারবক্স রয়েছে যা বেল্ট ড্রাইভ সিস্টেমে কাজ করে।


Keeway Benda V302 C ডিজাইন ও বৈশিষ্ট্য


কিওয়ে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে নতুন বাইকটি বিশেষভাবে ডিজাইন করেছে। এই বাইকটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দীর্ঘ ভ্রমণের জন্য খুব আরামদায়ক অভিজ্ঞতা দেয়।


New Cruiser Bike: নানা মডেলের দাম ও রং
এই বাইকটি মোট তিনটি রঙে অফার করা হয়েছে, যার মধ্যে রয়েছে লাল, ধূসর ও কালো রয়েছে। দিল্লিতে এর চকচকে কালো রঙের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৩.৯৯ লক্ষ টাকা। এর চকচকে লাল রঙের দাম ৪.৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) দিল্লি। V302C লঞ্চের বিষয়ে বলতে গিয়ে, Keeway India-এর এমডি, বিকাশ ঝাবাখ বলেছেন, “আমরা আধুনিক ভারতীয় মোটরসাইকেল চালকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পণ্যের পোর্টফোলিওকে ক্রমাগত বিকশিত করছি। V302C অতুলনীয় এরগনোমিক্স, উচ্চতর কার্যকারিতা, উদ্ভাবনী প্রযুক্তি ও আপসহীন গুণমান সহ একটি সুদর্শন মোটরসাইকেল।”


Keeway India New Vehicle Launch: ইউরোপের বাজারে ধামাকার পর এবার ভারতের বাজার ধরতে এল হাঙ্গেরির টু-হুইলার ব্র্যান্ড Keeway। দেশের বাজারে একসঙ্গে তিনটি টু-হুইলার মডেল লঞ্চ করল কোম্পানি। বাইকের পাশাপাশি Keeway-র সম্ভারে রয়েছে ম্যাক্সি স্কুটার। 


Keeway India: কী মডেলে আনল কিওয়ে ?
মঙ্গলবারই কে-লাইট 250 ক্রুজার মোটরসাইকেল, Vieste 300 ম্যাক্সি-স্কুটার ও Sixties 300i স্কুটার লঞ্চ করেছে কোম্পানি৷ মূলত, এই Keyway-এর মালিক QJ Group। যারা Benelli ব্র্যান্ডেরও মালিক। শোনা যাচ্ছে, দেশের বাজার ধরতে চলতি বছরের শেষে আরও পাঁচটি মডেল লঞ্চ করতে চলেছে এই কোম্পানি৷ অটো সাইটগুলির মতে, ভারতেই তাদের বাইকগুলো অ্যাসেম্বল করবে কিওয়ে। মঙ্গলবার থেকেই তাদের দু-চাকার বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি।


আরও পড়ুন : Hyryder vs City Hybrid: টয়োটা হাইরাইডারের সঙ্গে হবে কড়া টক্কর, হাইব্রিডের যুদ্ধে কোথায় দাঁড়িয়ে হন্ডা সিটি ?