Hybrid Cars In India: এক সময় দেশের বাজারে হাইব্রিড গাড়ি পাওয়াটাই ছিল দুষ্কর। যদিও বর্তমান গাড়ি বাজারে পাবেন নতুন দুটি হাইব্রিড বিকল্প। ২০ লক্ষ টাকার মধ্যে ক্রেতাদের সেরা অভিজ্ঞতা দিতে পারে এই দুই গাড়ি। কেনার আগে দেখে নিন দুই গাড়িতে দক্ষ কোনটি । 


Hyryder vs City Hybrid: কোন গাড়ি বেশি বড় ?


সিটি হাইব্রিড দৈর্ঘ্যে বড়। সেডান হিসাবে বাজারে এসেছে এই গাড়ি। সেখানে Hyryder সিটির তুলনায় চওড়া। যদিও উভয়েরই একই হুইলবেস রয়েছে, যা ভিতরে প্রায় সমান জায়গা দিয়ে থাকে। যদিও সিটির পিছনের সিটে যাত্রী আরও আরামে বেশি জায়গা নিয়ে বসতে পারবেন। তবে সেদিকে দেখলে হাইরাইডারের সামনে একটি লম্বা ড্রাইভিং সিট পাবেন। 


Hybrid Cars In India: কোন গাড়ি সবচেয়ে বেশি বৈশিষ্ট্য রয়েছে ?


দুটি গাড়িই ডিজিটাল ডিসপ্লে, একটি টাচ স্ক্রিন, কানেকটেড কার টেকনোলজি ও আরও অনেক কিছু ফিচার দিয়ে সজ্জিত। Hyryder এর একটি হেডস-আপ ডিসপ্লে, একটি 360 ডিগ্রি ক্যামেরা ও একটি বৃহত্তর ডুয়াল সানরুফ রয়েছে।সিটি হাইব্রিডে পাবেন লেন ওয়াচ প্রযুক্তি, যা  এতে ADAS ড্রাইভার সহায়তা বৈশিষ্ট্যও দেয়।


Hyryder vs City Hybrid: কোন গাড়ি বেশি শক্তিশালী ?


Hyryder 1.5 লিটার পেট্রল ও বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে 115bhp আউটপুট দেয়। রিজেনারেটিভ ব্রেকিং পাওয়ার জন্য একটি আলাদা ইভি মোড বিকল্পও রয়েছে। সিটি হাইব্রিডে একটি 1.5 লিটার পেট্রল ইঞ্জিনও রয়েছে, তবে দুটি বৈদ্যুতিক মোটর সহ 126 bhp এর সম্মিলিত আউটপুট দেয় এই গাড়ি। উভয় গাড়িতে একটি eCVT গিয়ারবক্স আছে। তবে সিটিতে আপনার স্টিয়ারিং প্যাডেল রয়েছে যার দ্বারা আপনি ব্রেকিং অ্যাডজাস্ট করতে পারেন।




Hybrid Cars In India: কোন গাড়িটি বেশি দক্ষ ?


উভয় গাড়িরই চমৎকার মাইলেজ দেয়। সিটি হাইব্রিড 26.5 kmpl এর মাইলেজ দাবি করে। সেখানে Hyryder 27.9 kmpl-এ কিছুটা বেশি দেয়। দুটি গাড়িই বাস্তব জগতে সহজেই 20 kmpl এর বেশি মাইলেজ দেবে।


কোন গাড়ির কী দাম ?


The City e:HEV-এর দাম 19.4 লক্ষ টাকা। যেখানে Hyryder-এর দাম দেশে তৈরি হয়েছে বলে আরও সস্তা হতে পারে। আমরা মনে করি, দুই গাড়ির মধ্যে সিটি দ্রুততর, তবে হাইরাইডারের দক্ষতা বেশি। তবে গাড়ি কেনার ক্ষেত্রে আপনি সেডান না এসইউভি পছন্দ করেন তা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।


আরও পড়ুন : Upcoming Cars: ১৩-১৮ জানুয়ারি বসছে অটো এক্সপো, ভারতের বাজারে আসছে এই গাড়িগুলি


Car loan Information:

Calculate Car Loan EMI