নয়া দিল্লি: এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হলেন যাত্রী। কথা ছিল বিমানে চেপে আয়ারল্যান্ড থেকে পর্তুগাল যাবেন তিনি। সেই মতো ফ্লাইটও ধরেন। বিমানে উঠে তো তাঁর চক্ষু চড়কগাছ। গোটা বিমানেই তিনি একা। অত বড় ফ্লাইট অথচ যাত্রীশূন্য। প্রথমে ভেবেছিলেন হয়তো ভুল ফ্লাইটে উঠে পড়েছেন। কিন্তু টিকিট দেখে, বাকি জিজ্ঞাসাবাদেই প্রকাশ্যে এল আসল তথ্য!   


নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ৬৫ বছর বয়সি পল উইলকিনসন এমনই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তিনি বলেন যখন এয়ারপোর্টে বোর্ডিং করে ফ্লাইট ধরতে যাচ্ছেন সেই সময়ই তাঁর মনে সন্দেহ দানা বাঁধে। গোটা বিষয়টি তাঁর কাছে খুব অদ্ভূত লাগতে শুরু করে। এরপর তিনি বিমানবন্দর কর্তৃপক্ষর কাছে গোটা বিষয়টি জানতে চান। তাঁরা মজা করে তাঁকে 'ভিআইপি গেস্ট' বলেই সম্বোধন করেন।  


মার্কিন মুলুকের সংবাদপত্রে পল-এর মন্তব্য উদ্ধৃত করে বলা হয়, 'আমি যখন তাঁদের আমাকে পাসপোর্ট দেখিয়ে জানতে চাই বিষয়টি কী হয়েছে। তাঁরা তখন আমায় বলে যে ওয়েলকাম মিস্টার পল, আপনি আজ আমাদের ভিআইপি গেস্ট। আপনি আজ একাই এই উড়ানে যাত্রা করবেন।' এরপর তিনি হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারেননি। পল বলেন, আমি ভেবেছিলাম আমার সঙ্গে ইয়ার্কি করা হচ্ছে।                        


এদিকে, পল উইলকিনসন ফ্লাইটে ওঠার সঙ্গে সঙ্গে তাঁকে 'কিং পল' হিসেবেই সম্বোধন করা হয়। কারণ এমন ঘটনা কার্যত বেনজির। এটি তো প্রাইভেট ফ্লাইট নয়। যাত্রীবাহী বিমানে একা পল ছাড়া আর কোনও যাত্রী নেই, এটি রীতিমতো অবিশ্বাস্য।  


আরও পড়ুন, 'ভূত'কে বিয়ে করেছিলেন, সেই আত্মাই এখন জীবন নরক করেছে, দাবি মহিলার


তবে এমন অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে খুশি পল। তিনি বলেন, ১৩ হাজার ডলার ভাড়া দিয়ে গোটা বিমানে যেখানে ইচ্ছে বসেছি। আমার সিট আমি নিজেই নির্বাচন করেছি। এমন অভিজ্ঞতা যে হবে, তাও আবার আমার সঙ্গে এটা ভাবতেও পারিনি। একদম প্রাইভেট ফ্লাইটের মতো অভিজ্ঞতা হয়েছে।