Lava Mobiles: ভারতের নিজস্ব সংস্থা 'লাভা' (Lava)। এই সংস্থার নতুন মোবাইল লঞ্চ হতে চলেছে দেশে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৫জি (Lava Agni 5G) ফোন। এবার আসতে চলেছে তার সাকসেসর মডেল লাভা অগ্নি ২ ৫জি (Lava AGni 2 5G) ফোন। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। আসন্ন লাভা সংস্থার স্মার্টফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে। নির্দিষ্ট ভাবে এই ফোনের দাম এখনও জানা যায়নি। 


লাভা অগ্নি ২ ৫জি ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত হতে পারে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 

  • লাভা সংস্থার আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।

  •  ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।

  • লাভা অগ্নি ২ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 


Xiaomi Smartphone: শাওমি ১৩ আলট্রা (Xiaomi 13 Ultra) ফোন লঞ্চ হয়েছে চিনে। শাওমির এই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনে রয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে Summicron লেন্স। এই ফোনের আর একটি বিশেষত্ব হল এখানে রয়েছে হাইবারনেশন মোড। এর সাহায্যে ফোনেব্যাটারি ১ শতাংশ থাকলেও ফোনের ব্যবহার চালু রাখা যাবে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে শাওমি ১৩ আলট্রা ফোন। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি। 


Infinix Smartphone: ভারতে আসছে ইনফিনিক্স সংস্থার নতুন স্মার্টফোন (Infinix New Smartphone)। চলতি মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, আগামী ২৮ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোন।


আরও পড়ুন- ২টি প্যান কার্ড রয়েছে আপনার ? জানেন এতে জরিমানা সহ হতে পারে আরও সমস্যা ?