WhatsApp Features: হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channels) নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া পড়েছে। এবার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং (Message Reaction Filtering) ফিচার চালু হয়েছে। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপের চ্যানেলে এই ফিচার চালু হওয়ার ফলে অ্যাডমিনরা আরও সহজে দেখতে পাবেন তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা কারা তাঁদের চ্যানেলের আপডেটে রিঅ্যাক্ট করছেন। গুগল প্লে স্টোরে রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.৩ ভার্সান। এই আপডেটেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এই নতুন মেসেজের রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরাই এই পরিষেবার সুবিধা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই নতুন ফিচারের সুবধা পাওয়া যাবে। 


সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যানেলের আপডেটে রিঅ্যাকশন দেখার ক্ষেত্রে একটি নতুন ফিল্টার যুক্ত হয়েছে বিটা টেস্টারদের জন্য। এই ফিল্টারের সাহায্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা দেখতে পাবেন যে তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের কে কী রিঅ্যাকশন দিয়েছেন। এর ফলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিন বুঝতে পারবেন যে তাঁর চ্যানেলের আপডেট অন্যান্য ইউজারদের কাছে কতটা গুরুত্ব বা গ্রহণযোগ্যতা পাচ্ছে। কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনদের ইন্টার‍্যাকশন আরও ভাল হবে। এখনই হয়তো সব হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা এই সুবিধা পাচ্ছেন না। তবে রোল আউট যখন শুরু হয়েছে তখন অল্পদিনের মধ্যেই সবাই নতুন ফিচারের সুবিধা পাবেন বলে অনুমান করা হচ্ছে। আর তার পরে হোয়াটসঅ্যাপে চ্যানেলে কোন ধরনের আপডেট দিলে কনট্যাক্ট লিস্টের ইউজাররা সেটাকে বেশি পছন্দ করছেন সেটাই বুঝতে পারবেন অ্যাডমিনরা। সেই অনুসারে নিজেদের আপডেট দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা। 


WhatsApp Passkey


হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য। বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর। প্রাথমিক স্তরে এগুলোই ব্যবহার করা যাবে। চলতি মাসের শুরুর দিকেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। অনুমান অ্যান্ড্রয়েডের মতোই আইওএস ভার্সানেও এই ফিচারের রোল আউট দ্রুত শুরু হবে। তবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখন জানা যায়নি। 


আরও পড়ুন- ৯৯৯ টাকায় ফোন ! থাকছে ইউপিআই অ্যাপ, ভারতে হাজির নোকিয়া ১০৫ ক্লাসিক মডেল