Lava Blaze 2 5G: দীপাবলির (Diwali 2023) মরশুমে নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন? এদিকে বাজেট খুব বেশি নয়? ১০ হাজার টাকার কমে পেয়ে যাবেন ভারতের নিজস্ব সংস্থা লাভা-র নতুন ৫জি ফোন (Budget 5G Phone)। লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ৫জি (Lava Blaze 2 5G)। তিনটি রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছ। রয়েছে গ্লাস ব্যাক ফিচার। ৬.৫৬ ইঞ্চির ২.৫ ডি কার্ভড ডিসপ্লে রয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। লাভা ব্লেজ ২ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 


লাভা ব্লেজ ২ ৫জি ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আসেই। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার- এই তিন রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন। লাভা সংস্থার ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হতে চলেছে আগামী ৯ নভেম্বর থেকে।


লাভা ব্লেজ ২ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • এই ফোনে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৪ আপগ্রেড। দু'বছরের জন্য কোয়ার্টার হিসেবে সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে এই ফোনে।

  • এই ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। আর রয়েছে ভার্চুয়াল র‍্যাম ফিচার। এর ফলে র‍্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব বলে জানা গিয়েছে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এলইডি ফ্ল্যাশ রয়েছে। এই ক্যমেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং একটি স্ক্রিন ফ্ল্যাশ। এই ফোনের স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি থেকে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • লাভা ব্লেজ ২ ৫জি ফোনে ৫জি, ৪জি, ব্লুটুথ, এফএম রেডিও, ওয়াই-ফাই, ওটিজি, অডিও জ্যাক, টাইপ-সি ইউএসবি পোর্ট সমস্ত কানেক্টিভিটী ফিচার রয়েছে। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- আইকিউওও ১২ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে এই ডিভাইসে?